ETV Bharat / bharat

মেধা পাটকরের 5 মাসের জেল, 10 লক্ষ টাকা জরিমানা করল আদালত - ACTION AGAINST MEDHA PATKAR - ACTION AGAINST MEDHA PATKAR

Medha Patkar: মানহানী মামলায় মেধা পাটকরকে কারাদণ্ডের নির্দেশ দিল আদালত ৷ সেই সঙ্গে, সমাজকর্মী পাটকরকে 10 লক্ষ টাকা জরিমানারও নির্দেশ দিয়েছে দিল্লির আদালত ৷

Medha Patkar
মেধা পাটকর (ইটিভি ভারত)
author img

By PTI

Published : Jul 1, 2024, 7:11 PM IST

নয়াদিল্লি, 1 জুলাই: 23 বছরের পুরনো এক মানহানির মামলায় মেধা পাটকরকে পাঁচ মাসের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির সাকেত আদালত ৷ সোমবার আদালত সমাজকর্মী মেধা পাটকরকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি 10 লক্ষ টাকা জরিমানাও করেছে ৷ দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার দায়ের করা মামলায় এই রায় দিয়েছে আদালত ৷

মামলা দায়েরের সময় সাক্সেনা খাদি ইন্ডিয়ার চেয়ারম্যান ছিলেন ৷ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাঘব শর্মা পাটকরকে 10 লক্ষ টাকা জরিমানাও করেছেন। সাক্ষ্য-প্রমাণ বিবেচনা করার পাশাপাশি মামলাটি দুই দশকেরও বেশি সময় ধরে চলেছে আদালতে। যদিও আদালত এদিন এক মাসের জন্য সাজা স্থগিত করে পাটকরকে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার জন্য সময়ও দিয়েছে। শারীরিক পরীক্ষার শর্তে তাঁকে মুক্তি দেওয়ার জন্য পাটকরের আর্জি প্রত্যাখ্যান করে বিচারক বলেছিলেন, "তথ্য-প্রমাণগুলি বিবেচনা করে, যাবতীয় ক্ষতি, বয়স এবং অভিযুক্তের অসুস্থতার কথা বিবেচনা করে, আমি অতিরিক্ত শাস্তি দিতে আগ্রহী নই। "

এই অপরাধের জন্য সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডেরই বিধান রয়েছে আইনে। 24 মে আদালত পর্যবেক্ষণে জানিয়েছিল, ভিকে সাক্সেনাকে "কাপুরুষ" বলে অভিহিত করা এবং হাওয়ালা লেনদেনে তাঁর জড়িত থাকার অভিযোগের যে বিবৃতিগুলি মেধা পাটকর দিয়েছিলেন, তা কেবলমাত্র মানহানিকরই নয় বরং তাঁর সম্পর্কে নেতিবাচক ধারণাগুলিকে উস্কে দেওয়ার জন্য যথেষ্ট ৷

এছাড়াও, গুজরাতের জনগণ এবং তাদের সম্পদকে বিদেশী স্বার্থের কাছে "বন্ধক" রাখার অভিযোগ করেছিলেন পাটকর, তা সাক্সেসানার সততা এবং জনসেবার উপর সরাসরি আক্রমণ ছিল ৷ গত 30 মে সাজা দেওয়ার বিষয়ে যাবতীয় শুনানি শেষ হয়েছিল ৷ এর পরে 7 জুন ঠিক কী পরিমাণ সাজা হবে সেই রায় সংরক্ষিত রেখেছিল আদালত ৷

প্রসঙ্গত, ভিকে সাক্সেনা, মেধা পাটকরের বিরুদ্ধে মামলা করার পর 2000 সাল থেকে আইনি লড়াই শুরু হয় ৷ নর্মদা বাঁচাও আন্দোলন-এর নেতৃ্ব যখন দিচ্ছেন মেধা পাটকর সেই সময় সাক্সেনা, 'কাউন্সিল ফর সিভিল লিবার্টিজ' নামে আমেদাবাদ-ভিত্তিক একটি এনজিওর প্রধান ছিলেন ৷ তিনি 2001 সালে একটি টিভি চ্যানেলে তাঁর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করা এবং মানহানিকর প্রেস বিবৃতি জারি করার বিরুদ্ধে পাটকরের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছিলেন।

(পিটিআই)

নয়াদিল্লি, 1 জুলাই: 23 বছরের পুরনো এক মানহানির মামলায় মেধা পাটকরকে পাঁচ মাসের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে দিল্লির সাকেত আদালত ৷ সোমবার আদালত সমাজকর্মী মেধা পাটকরকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি 10 লক্ষ টাকা জরিমানাও করেছে ৷ দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার দায়ের করা মামলায় এই রায় দিয়েছে আদালত ৷

মামলা দায়েরের সময় সাক্সেনা খাদি ইন্ডিয়ার চেয়ারম্যান ছিলেন ৷ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাঘব শর্মা পাটকরকে 10 লক্ষ টাকা জরিমানাও করেছেন। সাক্ষ্য-প্রমাণ বিবেচনা করার পাশাপাশি মামলাটি দুই দশকেরও বেশি সময় ধরে চলেছে আদালতে। যদিও আদালত এদিন এক মাসের জন্য সাজা স্থগিত করে পাটকরকে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার জন্য সময়ও দিয়েছে। শারীরিক পরীক্ষার শর্তে তাঁকে মুক্তি দেওয়ার জন্য পাটকরের আর্জি প্রত্যাখ্যান করে বিচারক বলেছিলেন, "তথ্য-প্রমাণগুলি বিবেচনা করে, যাবতীয় ক্ষতি, বয়স এবং অভিযুক্তের অসুস্থতার কথা বিবেচনা করে, আমি অতিরিক্ত শাস্তি দিতে আগ্রহী নই। "

এই অপরাধের জন্য সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডেরই বিধান রয়েছে আইনে। 24 মে আদালত পর্যবেক্ষণে জানিয়েছিল, ভিকে সাক্সেনাকে "কাপুরুষ" বলে অভিহিত করা এবং হাওয়ালা লেনদেনে তাঁর জড়িত থাকার অভিযোগের যে বিবৃতিগুলি মেধা পাটকর দিয়েছিলেন, তা কেবলমাত্র মানহানিকরই নয় বরং তাঁর সম্পর্কে নেতিবাচক ধারণাগুলিকে উস্কে দেওয়ার জন্য যথেষ্ট ৷

এছাড়াও, গুজরাতের জনগণ এবং তাদের সম্পদকে বিদেশী স্বার্থের কাছে "বন্ধক" রাখার অভিযোগ করেছিলেন পাটকর, তা সাক্সেসানার সততা এবং জনসেবার উপর সরাসরি আক্রমণ ছিল ৷ গত 30 মে সাজা দেওয়ার বিষয়ে যাবতীয় শুনানি শেষ হয়েছিল ৷ এর পরে 7 জুন ঠিক কী পরিমাণ সাজা হবে সেই রায় সংরক্ষিত রেখেছিল আদালত ৷

প্রসঙ্গত, ভিকে সাক্সেনা, মেধা পাটকরের বিরুদ্ধে মামলা করার পর 2000 সাল থেকে আইনি লড়াই শুরু হয় ৷ নর্মদা বাঁচাও আন্দোলন-এর নেতৃ্ব যখন দিচ্ছেন মেধা পাটকর সেই সময় সাক্সেনা, 'কাউন্সিল ফর সিভিল লিবার্টিজ' নামে আমেদাবাদ-ভিত্তিক একটি এনজিওর প্রধান ছিলেন ৷ তিনি 2001 সালে একটি টিভি চ্যানেলে তাঁর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করা এবং মানহানিকর প্রেস বিবৃতি জারি করার বিরুদ্ধে পাটকরের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করেছিলেন।

(পিটিআই)

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.