ETV Bharat / bharat

বোলেরোর সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত 9, আশঙ্কাজনক 4 - MAJOR ACCIDENT IN RAJASTHAN

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 1, 2024, 8:11 PM IST

Accident in Rajasthan: রাজস্থানে ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ প্রাণ হারালেন 9 জন ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও 4 জন ৷ কীভাবে ঘটনা হল তা খতিয়ে দেখা হচ্ছে ৷

Rajasthan News
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

করৌলি, 1 জুলাই: বোলেরো গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ৷ তাতেই মৃত্যু হল 9 জনের ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও 4 জন ৷ সোমবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের করৌলি-মান্দ্রিয়াল সড়কে ৷ দুর্ঘটনায় নিহতরা সবাই করৌলি ও মধ্যপ্রদেশের মান্দ্রয়াল এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে । ঘটনার পর বিষয়টি জানতে পেরে এলাকাবাসীরা ভিড় জমান ৷

দুর্ঘটনার খবর পেয়ে করৌলি জেলার কালেক্টর নীলাভ সাক্সেনা, এসপি ব্রিজেশ জ্যোতি উপাধ্যায়, অতিরিক্ত জেলা কালেক্টর রাজবীর সিং চৌধুরী, করৌলি কোতোয়ালি থানার অফিসার সুনীল সিং এবং চিকিৎসা বিভাগ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা জেলা হাসপাতালে পৌঁছন । সেখান থেকে তাঁরা ঘটনার বিষয়ে খোঁজখবর নেন ৷

নিহতদের দেহ জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে । তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক । বলা হচ্ছে, বোলেরো গাড়িতে থাকা আরোহীরা সকলেই কৈলা দেবী মাতার দর্শনে যাচ্ছিলেন । ট্রাকটি যখন করৌলি থেকে যাচ্ছিল তখনই ঘটে দুর্ঘটনা। নিহতদের অধিকাংশই মধ্যপ্রদেশ ও মান্দ্রয়াল মহকুমার খিরখিন গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে ।

বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত নাবালিকা; আহত 24

করৌলি, 1 জুলাই: বোলেরো গাড়ির সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ৷ তাতেই মৃত্যু হল 9 জনের ৷ আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও 4 জন ৷ সোমবার ঘটনাটি ঘটেছে রাজস্থানের করৌলি-মান্দ্রিয়াল সড়কে ৷ দুর্ঘটনায় নিহতরা সবাই করৌলি ও মধ্যপ্রদেশের মান্দ্রয়াল এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে । ঘটনার পর বিষয়টি জানতে পেরে এলাকাবাসীরা ভিড় জমান ৷

দুর্ঘটনার খবর পেয়ে করৌলি জেলার কালেক্টর নীলাভ সাক্সেনা, এসপি ব্রিজেশ জ্যোতি উপাধ্যায়, অতিরিক্ত জেলা কালেক্টর রাজবীর সিং চৌধুরী, করৌলি কোতোয়ালি থানার অফিসার সুনীল সিং এবং চিকিৎসা বিভাগ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরা জেলা হাসপাতালে পৌঁছন । সেখান থেকে তাঁরা ঘটনার বিষয়ে খোঁজখবর নেন ৷

নিহতদের দেহ জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে । তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক । বলা হচ্ছে, বোলেরো গাড়িতে থাকা আরোহীরা সকলেই কৈলা দেবী মাতার দর্শনে যাচ্ছিলেন । ট্রাকটি যখন করৌলি থেকে যাচ্ছিল তখনই ঘটে দুর্ঘটনা। নিহতদের অধিকাংশই মধ্যপ্রদেশ ও মান্দ্রয়াল মহকুমার খিরখিন গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে ।

বাসের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত নাবালিকা; আহত 24

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.