ETV Bharat / bharat

ନାଗରିକତା ସଂଶୋଧନ ଆଇନ୍‌: ପଶ୍ଚିମବଙ୍ଗରେ ଜଳୁଛି ନିଆଁ

ପଶ୍ଚିମବଙ୍ଗରେ ନାଗରିକତା ସଂଶୋଧନ ଆଇନ୍‌ ବିରୋଧରେ ତେଜୁଛି ପ୍ରଦର୍ଶନ । ପ୍ରଦର୍ଶନକାରୀ ରାସ୍ତା ଉପରେ ଟାୟର ଜଳାଇ ରାସ୍ତା ଅବରୋଧ କରିଛନ୍ତି ।

Citizenship Amendment Act
ଫଟୋ ସୌଜନ୍ୟ: ଇଟିଭି ଭାରତ
author img

By

Published : Dec 15, 2019, 2:28 PM IST

Updated : Dec 15, 2019, 3:34 PM IST

କୋଲକାତା: ପଶ୍ଚିମବଙ୍ଗରେ ନାଗରିକତା ସଂଶୋଧନ ଆଇନ୍‌ ବିରୋଧରେ ତେଜୁଛି ପ୍ରଦର୍ଶନ । ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମମତା ବାନାର୍ଜୀଙ୍କ ଅନୁରୋଧ ସତ୍ତ୍ବେ ରାଜ୍ୟରେ ହିଂସାତ୍ମକ ଘଟଣା ବଢିବାରେ ଲାଗିଛି । ଉତ୍ତର 24 ପରଗନା ଜିଲ୍ଲା ହିଂସାର କେନ୍ଦ୍ର ପାଲଟିଛି । ପ୍ରଦର୍ଶନକାରୀ ରାସ୍ତା ଉପରେ ଟାୟାର ଜଳାଇ ରାସ୍ତା ଅବରୋଧ କରିଛନ୍ତି ।

ଭିଡିଓ ସୌଜନ୍ୟ: ଇଟିଭି ଭାରତ

ସେପଟେ ଉତ୍ତରପୂର୍ବାଞ୍ଚଳରେ ଆନ୍ଦୋଳନ ହିଂସାତ୍ମକ ହେବା ସହ ଘଟଣାରେ ଏବେ ସୁଦ୍ଧା 6 ଜଣ ପ୍ରାଣ ହରାଇସାରିଲେଣି । ଆସାମର ସ୍ଥିତି ସାମାନ୍ୟ ହେଉଥିବାରୁ ଏହାକୁ ଦୃଷ୍ଟିରେ ରଖି ଗୌହାଟୀ ଓ ଦେବ୍ରୁଗଡରେ ଶନିବାର ଏବଂ ରବିବାର କିଛି ସମୟ ପାଇଁ କର୍ଫ୍ୟୁ କୋହଳ କରାଯାଇଛି ।

କୋଲକାତା: ପଶ୍ଚିମବଙ୍ଗରେ ନାଗରିକତା ସଂଶୋଧନ ଆଇନ୍‌ ବିରୋଧରେ ତେଜୁଛି ପ୍ରଦର୍ଶନ । ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ମମତା ବାନାର୍ଜୀଙ୍କ ଅନୁରୋଧ ସତ୍ତ୍ବେ ରାଜ୍ୟରେ ହିଂସାତ୍ମକ ଘଟଣା ବଢିବାରେ ଲାଗିଛି । ଉତ୍ତର 24 ପରଗନା ଜିଲ୍ଲା ହିଂସାର କେନ୍ଦ୍ର ପାଲଟିଛି । ପ୍ରଦର୍ଶନକାରୀ ରାସ୍ତା ଉପରେ ଟାୟାର ଜଳାଇ ରାସ୍ତା ଅବରୋଧ କରିଛନ୍ତି ।

ଭିଡିଓ ସୌଜନ୍ୟ: ଇଟିଭି ଭାରତ

ସେପଟେ ଉତ୍ତରପୂର୍ବାଞ୍ଚଳରେ ଆନ୍ଦୋଳନ ହିଂସାତ୍ମକ ହେବା ସହ ଘଟଣାରେ ଏବେ ସୁଦ୍ଧା 6 ଜଣ ପ୍ରାଣ ହରାଇସାରିଲେଣି । ଆସାମର ସ୍ଥିତି ସାମାନ୍ୟ ହେଉଥିବାରୁ ଏହାକୁ ଦୃଷ୍ଟିରେ ରଖି ଗୌହାଟୀ ଓ ଦେବ୍ରୁଗଡରେ ଶନିବାର ଏବଂ ରବିବାର କିଛି ସମୟ ପାଇଁ କର୍ଫ୍ୟୁ କୋହଳ କରାଯାଇଛି ।

Intro:নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের আন্দোলন অব্যহত উত্তর 24 পরগণা আমডাঙায়। অশান্তি ঠেকাতে পুলিশ প্রশাসন সতর্ক থাকলেও তারই মধ্যে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে আজ সকাল থেকেই পথে নেমেছেন বিক্ষোভকারীরা।Body:রাজু বিশ্বাস,বারাসতঃ- নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে বিক্ষোভকারীদের আন্দোলন অব্যাহত উত্তর 24 পরগনার আমডাঙায়।অশান্তি ঠেকাতে পুলিশ প্রশাসন সতর্ক থাকলেও তারই মধ্যে এই আইনের বিরোধিতায় আজ সকাল থেকেই পথে নেমেছেন বিক্ষোভকারীরা।৩৪ নম্বর জাতীয় সড়কে রীতিমত গাছের গুড়ি ফেলে অবরোধ শুরু হয়।পরে, সেই গাছের গুড়িতে অাগুন জ্বালিয়ে বিক্ষোভও শুরু করেন আন্দোলনকারীরা।যার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক।প্রথমে আমডাঙার সোনাডাঙায় গাছের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে অবরোধ শুরু করেন বিক্ষোভকারীরা।পরে,সেই আগুন ছড়িয়ে পড়ে ধানকল মোড় সহ বেশ কিছু এলাকায়।গতকালও অামডাঙার রোফিপুর,বিডিও অফিস মোড়,রায়পুর,আওয়ালসিদ্ধি,রংমহল ও কাছারি মোড় প্রভৃতি জায়গায় রাস্তা ব্যারিকেড দিয়ে আটকে অবরোধ করেন বিক্ষোভকারীরা। এমনকি,টায়ার জ্বালিয়ে বিক্ষোভও দেখানো হয়। টানা তিনদিন ধরে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে আমডাঙা তপ্ত হয়ে রয়েছে।যত সময় গড়াচ্ছে,ততই বিক্ষোভকারীদের আন্দোলন ছড়িয়ে পড়ছে বিভিন্ন এলাকায়।এদিকে, আমডাঙার মত দেগঙ্গাতেও নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে পথে নেমেছেন বিক্ষোভকারীরা। আজ সকালে দেগঙ্গার চৌরাশিয়ার জীবনতলা বাজারে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেছেন আন্দোলনকারীরা।একইভাবে বেড়াচাপার পৃথীবাতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। উত্তর 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে যেভাবে আগুন ছড়াচ্ছে,তা পুলিশ প্রশাসন কিভাবে সামাল দেন, এখন সেটাই দেখার।Conclusion:নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে উত্তর 24 পরগনার বিস্তীর্ণ এলাকায় যেভাবে আগুন ক্রমশ ছড়াচ্ছে,তা কিভাবে পুলিশ প্রশাসন সামাল দেয়, এখন সেটাই দেখার।
Last Updated : Dec 15, 2019, 3:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.