রাস্তা ঘেরাকে কেন্দ্র করে বাম-কংগ্রেস জোট দলের সমর্থকদের সঙ্গে তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
স্থানীয় সূত্রের খবর, গত কয়েক বছর ধরে চলাচলের একটি রাস্তা সর্বসাধারণের সুবিধার্থে করা হয়েছিল। কোনও রকম নোটিশ কিংবা পরামর্শ ছাড়াই রাস্তাটি ঘিরে দেয় তৃণমূল সমর্থকদের একাংশ। এই ঘটনার পরই অশান্তি শুরু হয় এবং দুই পক্ষের মধ্যে ৷ বচসা থেকে বোমাবাজি শুরু হয় এলাকায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। যদিও ঘটনায় সেই ভাবে কাউকে আটক করা হয়নি। তবে জোটের কর্মীদের দাবি, তৃণমূল সমর্থকদের একাংশ যাতায়াতের রাস্তাটি হঠাৎ করে ঘিরে দেয়। আর তা নিয়েই বিবাদ বাধে ৷
বাম-কংগ্রেস জোট সমর্থকদের সঙ্গে তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত ডোমকল
Published : Jul 31, 2024, 9:49 PM IST
রাস্তা ঘেরাকে কেন্দ্র করে বাম-কংগ্রেস জোট দলের সমর্থকদের সঙ্গে তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
স্থানীয় সূত্রের খবর, গত কয়েক বছর ধরে চলাচলের একটি রাস্তা সর্বসাধারণের সুবিধার্থে করা হয়েছিল। কোনও রকম নোটিশ কিংবা পরামর্শ ছাড়াই রাস্তাটি ঘিরে দেয় তৃণমূল সমর্থকদের একাংশ। এই ঘটনার পরই অশান্তি শুরু হয় এবং দুই পক্ষের মধ্যে ৷ বচসা থেকে বোমাবাজি শুরু হয় এলাকায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। যদিও ঘটনায় সেই ভাবে কাউকে আটক করা হয়নি। তবে জোটের কর্মীদের দাবি, তৃণমূল সমর্থকদের একাংশ যাতায়াতের রাস্তাটি হঠাৎ করে ঘিরে দেয়। আর তা নিয়েই বিবাদ বাধে ৷