ETV Bharat / snippets

উদ্ধার 30টি বাইক, পরপর চুরির ঘটনায় গ্রেফতার 7

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2024, 7:39 PM IST

Updated : Aug 29, 2024, 10:44 PM IST

bike theft
পরপর চুরির ঘটনায় গ্রেফতার 7 (ইটিভি ভারত)

বাইক চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল ধূপগুড়ি থানার পুলিশ। ঘটনার তদন্ত নেমে 7 জনকে গ্রেফতার করে 29টি বাইক উদ্ধারও হয়েছে ৷ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন জলপাইগুড়ি পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, গত 21 অগস্ট ধূপগুড়ি থানায় বাইক চুরির অভিযোগ দায়ের হয়েছিল। অভিযোগ দায়ের হতেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। প্রথমে একজনকে গ্রেফতার করে জেরা করলে তার থেকে আরও কয়েকজনের নাম পাওয়া যায়। ঘটনায় মোট 7 জনকে গ্রেফতার করে হয়। তাদের থেকে 29টি বাইক উদ্ধার করা হয়। এরা মূলত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এবং কোচবিহারের বিভিন্ন জায়গা থেকে বাইক চুরি করেছিল। ধৃতরা সকলেই মাথাভাঙার বাসিন্দা।

বাইক চুরির ঘটনায় বড়সড় সাফল্য পেল ধূপগুড়ি থানার পুলিশ। ঘটনার তদন্ত নেমে 7 জনকে গ্রেফতার করে 29টি বাইক উদ্ধারও হয়েছে ৷ বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করেন জলপাইগুড়ি পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, গত 21 অগস্ট ধূপগুড়ি থানায় বাইক চুরির অভিযোগ দায়ের হয়েছিল। অভিযোগ দায়ের হতেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। প্রথমে একজনকে গ্রেফতার করে জেরা করলে তার থেকে আরও কয়েকজনের নাম পাওয়া যায়। ঘটনায় মোট 7 জনকে গ্রেফতার করে হয়। তাদের থেকে 29টি বাইক উদ্ধার করা হয়। এরা মূলত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি এবং কোচবিহারের বিভিন্ন জায়গা থেকে বাইক চুরি করেছিল। ধৃতরা সকলেই মাথাভাঙার বাসিন্দা।

Last Updated : Aug 29, 2024, 10:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.