ট্রেনে পাচারের পথে উদ্ধার হল বস্তাবন্দি 30টি কচ্ছপ ৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার সকাল আটটার পর গুয়াহাটি গামী আম্বেদকর এক্সপ্রেস আলিপুরদুয়ার জংশন স্টেশনে পৌঁছলে অসংরক্ষিত কামরায় তল্লাশি চালিয় আরপিএফ ৷ ট্রেন থেকে 30টি বস্তাবন্দি কচ্ছপ উদ্ধার করে রেল পুলিশ ৷ কোনও পাচারকারীকে চিহ্নিত করতে পারেননি আরপিএফ আধিকারিকরা ৷ বনকর্তারা জানিয়েছেন, কচ্ছপগুলিকে বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে আরপিএফ ৷ বক্সা ব্যাঘ্র প্রকল্প সূত্রে জানা গিয়েছে, আপাতত কচ্ছপগুলিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ পরে তাদের জঙ্গলের জলাশয়ে ছেড়ে দেওয়া হবে ৷
ট্রেনে পাচারের পথে উদ্ধার বস্তাবন্দি কচ্ছপ
Published : Sep 14, 2024, 7:06 PM IST
ট্রেনে পাচারের পথে উদ্ধার হল বস্তাবন্দি 30টি কচ্ছপ ৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শনিবার সকাল আটটার পর গুয়াহাটি গামী আম্বেদকর এক্সপ্রেস আলিপুরদুয়ার জংশন স্টেশনে পৌঁছলে অসংরক্ষিত কামরায় তল্লাশি চালিয় আরপিএফ ৷ ট্রেন থেকে 30টি বস্তাবন্দি কচ্ছপ উদ্ধার করে রেল পুলিশ ৷ কোনও পাচারকারীকে চিহ্নিত করতে পারেননি আরপিএফ আধিকারিকরা ৷ বনকর্তারা জানিয়েছেন, কচ্ছপগুলিকে বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছে আরপিএফ ৷ বক্সা ব্যাঘ্র প্রকল্প সূত্রে জানা গিয়েছে, আপাতত কচ্ছপগুলিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ পরে তাদের জঙ্গলের জলাশয়ে ছেড়ে দেওয়া হবে ৷