নরেন্দ্রপুরে বাইকের বেপরোয়া গতির বলি 2 কিশোর ৷ মৃতরা হলেন বিশাল মাহাতো (18) ও কুষাণ মণ্ডল (18) ৷ পুলিশ সূত্রে খবর, বুধবার ভোররাতে একটি বাইক দুর্ঘটনা ঘটেছে ৷ বাইকের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি কালী মন্দিরে ধাক্কা মারে বাইকটি। বাইক থেকে ছিটকে পড়ে যায় চালক-সহ তাঁর সওয়ারি। স্থানীয়রাই পুলিশে খবর দেয় ৷ পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় তাঁদের এমআর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। কারও মাথাতেই হেলমেট ছিল না । ঘটনাস্থল থেকে বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।
রাতে বাইকে বেপরোয়া গতির বলি 2 কিশোর
Published : Jul 31, 2024, 2:11 PM IST
নরেন্দ্রপুরে বাইকের বেপরোয়া গতির বলি 2 কিশোর ৷ মৃতরা হলেন বিশাল মাহাতো (18) ও কুষাণ মণ্ডল (18) ৷ পুলিশ সূত্রে খবর, বুধবার ভোররাতে একটি বাইক দুর্ঘটনা ঘটেছে ৷ বাইকের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি কালী মন্দিরে ধাক্কা মারে বাইকটি। বাইক থেকে ছিটকে পড়ে যায় চালক-সহ তাঁর সওয়ারি। স্থানীয়রাই পুলিশে খবর দেয় ৷ পুলিশ এসে গুরুতর আহত অবস্থায় তাঁদের এমআর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকেরা দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন। কারও মাথাতেই হেলমেট ছিল না । ঘটনাস্থল থেকে বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ।