ETV Bharat / snippets

তিস্তা-জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 5, 2024, 2:55 PM IST

Red Alert Issued
লাল সতর্কতা জারি (নিজস্ব চিত্র)

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ ৷ শুধু আলিপুরদুয়ারে একরাতে বৃষ্টি হয়েছে 276.2 মিলিমিটার । তারপরই ফের তিস্তা ও জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করল সেচ দফতর । তিস্তা নদীর করোনেশন সেতু এলাকার অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে । ইতিমধ্যেই অপেক্ষাকৃত নিচু এলাকাগুলোতে জল ঢুকতে শুরু করেছে । তিস্তা নদীর গাজোলডোবা ব্যারেজ থেকে এদিন সকাল থেকে দফায় দফায় জল ছাড়া হয়েছে বলে জানা গিয়েছে । ফলে সমতলে জল বেড়েছে । দার্জিলিং জেলায় তেমন বৃষ্টিপাত হয়নি । কোচবিহারের মাথাভাঙাতে 209.4 মিলিমিটার, জলপাইগুড়ি 56 মিলিমিটার, আলিপুরদুয়ার 276.2 মিলিমিটার এবং কোচবিহারে 94.4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ।

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ ৷ শুধু আলিপুরদুয়ারে একরাতে বৃষ্টি হয়েছে 276.2 মিলিমিটার । তারপরই ফের তিস্তা ও জলঢাকা নদীর অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করল সেচ দফতর । তিস্তা নদীর করোনেশন সেতু এলাকার অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে । ইতিমধ্যেই অপেক্ষাকৃত নিচু এলাকাগুলোতে জল ঢুকতে শুরু করেছে । তিস্তা নদীর গাজোলডোবা ব্যারেজ থেকে এদিন সকাল থেকে দফায় দফায় জল ছাড়া হয়েছে বলে জানা গিয়েছে । ফলে সমতলে জল বেড়েছে । দার্জিলিং জেলায় তেমন বৃষ্টিপাত হয়নি । কোচবিহারের মাথাভাঙাতে 209.4 মিলিমিটার, জলপাইগুড়ি 56 মিলিমিটার, আলিপুরদুয়ার 276.2 মিলিমিটার এবং কোচবিহারে 94.4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.