ETV Bharat / snippets

অপহরণ-কাণ্ডে ধৃত মিলন সর্দারের কাউন্সিলর পদ খারিজের দাবিতে বিক্ষোভ বামেদের

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 21, 2024, 6:45 PM IST

LEFT FRONT AGITATION
বিক্ষোভ বামেদের (নিজস্ব চিত্র)

ব্যবসায়ী অপহরণ-কাণ্ডে মূল চক্রী ধৃত তৃণমূল নেতা মিলন সর্দারের কাউন্সিলর পদ খারিজের দাবিতে এবার পথে নামল বামেরা। এই দাবিতে শনিবার বারাসত পুরসভার সামনে বিক্ষোভও দেখায় তারা। সেই সভা থেকেই বাম নেতৃত্ব মিলনের কাউন্সিলর পদ খারিজের দাবিতে সরব হয়েছেন ৷ পরে, বামেদের এক প্রতিনিধিদল পুরসভার চেয়ারম্যানের সঙ্গে দেখা করে তাঁর কাছে স্মারকলিপিও দেন ৷ এই বিষয়ে জেলা বামফ্রন্টের নেতা সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন, "তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার বারাসতের লজ্জা। তৃণমূল নেতারা সবকিছুই জানতেন ওঁর অপকর্মের বিষয়। এখন পিঠ বাঁচাতে তাঁরা দলীয় কাউন্সিলরের থেকে দূরত্ব তৈরি করছেন ! ওকে শুধু শাস্তি দিলেই হবে না। মিলন সর্দারের কাউন্সিলর পদও খারিজ করতে হবে।"

ব্যবসায়ী অপহরণ-কাণ্ডে মূল চক্রী ধৃত তৃণমূল নেতা মিলন সর্দারের কাউন্সিলর পদ খারিজের দাবিতে এবার পথে নামল বামেরা। এই দাবিতে শনিবার বারাসত পুরসভার সামনে বিক্ষোভও দেখায় তারা। সেই সভা থেকেই বাম নেতৃত্ব মিলনের কাউন্সিলর পদ খারিজের দাবিতে সরব হয়েছেন ৷ পরে, বামেদের এক প্রতিনিধিদল পুরসভার চেয়ারম্যানের সঙ্গে দেখা করে তাঁর কাছে স্মারকলিপিও দেন ৷ এই বিষয়ে জেলা বামফ্রন্টের নেতা সঞ্জীব চট্টোপাধ্যায় বলেন, "তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার বারাসতের লজ্জা। তৃণমূল নেতারা সবকিছুই জানতেন ওঁর অপকর্মের বিষয়। এখন পিঠ বাঁচাতে তাঁরা দলীয় কাউন্সিলরের থেকে দূরত্ব তৈরি করছেন ! ওকে শুধু শাস্তি দিলেই হবে না। মিলন সর্দারের কাউন্সিলর পদও খারিজ করতে হবে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.