ETV Bharat / state

আরজি করে কাটেনি আতঙ্ক, রাতের ডিউটিতে অনেক বিভাগেই নেই মহিলা চিকিৎসকরা - Security in RG Kar Hospital

Security in RG Kar Medical College and Hospital: গত শনিবার থেকে কাজে ফিরেছেন জুনিয়র চিকিৎসকরা ৷ তবে অনেক বিভাগেই মহিলা চিকিৎসকরা রাতে কাজ করছেন না ৷ মূলত, নিরাপত্তার অভাব বোধ করাতেই তাঁরা কাজ করছেন না ৷

Security in RG Kar Medical College and Hospital
আরজি করে কাটেনি আতঙ্ক, রাতের ডিউটিতে অনেক বিভাগেই নেই মহিলা চিকিৎসকরা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 23, 2024, 8:57 PM IST

কলকাতা, 23 সেপ্টেম্বর: নাইট ডিউটি করতে গিয়েই আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণের শিকার হতে হয় এবং খুন হতে হয় বলে অভিযোগ ৷ তার পর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা নিয়ে সরব হয়ে আন্দোলনে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকরা ৷ সেই আন্দোলন শেষে গত শনিবার থেকে ফের কাজে যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা ৷ তার পরও আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রাতে কাজ করতে ভয় পাচ্ছেন মহিলা চিকিৎসকরা ৷ তাই অনেক বিভাগেই রাতে কাজ করছেন না মহিলা চিকিৎসকরা ৷

আরজি করে কাটেনি আতঙ্ক, রাতের ডিউটিতে অনেক বিভাগেই নেই মহিলা চিকিৎসকরা (ইটিভি ভারত)

সেই বিভাগগুলির মধ্যে অন্যতম ইএনটি৷ ওই বিভাগের জুনিয়র চিকিৎসক শ্রেয়া সাউ বলেন, "আমরা জরুরি পরিষেবা চালু করেছি । কিন্তু রাতে ডিউটি করব, সেই বিশ্বাস এখনও আসছে না । কারণ, আসল অপরাধীরা খোলা আকাশের তলায় ঘুরে বেড়াচ্ছে । তাই আমরা কিছু বিভাগে রাতে ডিউটি মেয়েদের ডিউটি রাখা হচ্ছে না । লোকবল দেখে সেই রোস্টার তৈরি করা হয়েছে ।"

Security in RG Kar Medical College and Hospital
আরজি করে বিচারের দাবিতে তৈরি হওয়া আন্দোলন মঞ্চ (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, পাঁচদফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকরা ৷ সেই দাবিগুলির মধ্যে অন্যতম ছিল নিরাপত্তার বিষয়টি ৷ সুপ্রিম কোর্টের শুনানিতে এই বিষয়টি নিয়ে টানাপোড়েন হয়েছে ৷ শীর্ষ আদালত চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয় নিয়ে রাজ্যকে নির্দেশ দিয়েছে ৷ আন্দোলনকারীদের সঙ্গে রাজ্য সরকারের বৈঠকেও এই বিষয়টি বারবার উঠেছে ৷

Security in RG Kar Medical College and Hospital
আন্দোলন মঞ্চে লেখা স্লোগান (নিজস্ব চিত্র)

পরে রাজ্যের তরফে নির্দেশিকা দেওয়া হয়েছে এই নিয়ে ৷ নিরাপত্তা জোরদার করতে কী কী করা হবে, সেই বিষয়টিও জানানো হয়েছে ৷ তাছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশে আরজি করের নিরাপত্তার দায়িত্বে এখন সিআইএসএফ ৷ এই পরিস্থিতিতে 42 দিনের আন্দোলনে ইতি টেনে ডাক্তাররা কাজে যোগ দিয়েছেন ৷ কিন্তু পুরোপুরি দায়িত্ব নিয়ে কাজ করার আগে তাঁরা নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছেন ৷ ওই চিকিৎসক বলেন, "যতক্ষণ পর্যন্ত না আমরা নিরাপত্তার দিকে সুনিশ্চিত হতে পারছি রাতে কীভাবে কাজ করব ?"

Security in RG Kar Medical College and Hospital
ইএনটি বিভাগের জুনিয়র ডাক্তার শ্রেয়া সাউ (নিজস্ব চিত্র)

তিনি আরও বলেন, "বারবার ফোন করছে বাড়ি থেকে । এমনকি আমাদের সঙ্গে একজন থাকবেন বলেও মাঝে মধ্যে বলছেন । আসলে আমরা কাউকে ভরসা করতে পারছি না এখন । কর্তৃপক্ষকে তো একদমই ভরসা করা যাচ্ছে না ।"

Security in RG Kar Medical College and Hospital
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (নিজস্ব চিত্র)

তবে অন্য কিছু বিভাগে মহিলারা ডিউটি করছেন । যেমন সার্জারি ও প্রসূতি বিভাগে ইতিমধ্যেই রাতে ডিউটি করেছেন মহিলা চিকিৎসকেরা । তবে ডিউটি করলেও তাঁদের মুখেও শোনা যাচ্ছে আতঙ্কের সুর ।

কলকাতা, 23 সেপ্টেম্বর: নাইট ডিউটি করতে গিয়েই আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণের শিকার হতে হয় এবং খুন হতে হয় বলে অভিযোগ ৷ তার পর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা নিয়ে সরব হয়ে আন্দোলনে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকরা ৷ সেই আন্দোলন শেষে গত শনিবার থেকে ফের কাজে যোগ দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা ৷ তার পরও আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রাতে কাজ করতে ভয় পাচ্ছেন মহিলা চিকিৎসকরা ৷ তাই অনেক বিভাগেই রাতে কাজ করছেন না মহিলা চিকিৎসকরা ৷

আরজি করে কাটেনি আতঙ্ক, রাতের ডিউটিতে অনেক বিভাগেই নেই মহিলা চিকিৎসকরা (ইটিভি ভারত)

সেই বিভাগগুলির মধ্যে অন্যতম ইএনটি৷ ওই বিভাগের জুনিয়র চিকিৎসক শ্রেয়া সাউ বলেন, "আমরা জরুরি পরিষেবা চালু করেছি । কিন্তু রাতে ডিউটি করব, সেই বিশ্বাস এখনও আসছে না । কারণ, আসল অপরাধীরা খোলা আকাশের তলায় ঘুরে বেড়াচ্ছে । তাই আমরা কিছু বিভাগে রাতে ডিউটি মেয়েদের ডিউটি রাখা হচ্ছে না । লোকবল দেখে সেই রোস্টার তৈরি করা হয়েছে ।"

Security in RG Kar Medical College and Hospital
আরজি করে বিচারের দাবিতে তৈরি হওয়া আন্দোলন মঞ্চ (নিজস্ব চিত্র)

উল্লেখ্য, পাঁচদফা দাবি নিয়ে আন্দোলনে নেমেছিলেন জুনিয়র চিকিৎসকরা ৷ সেই দাবিগুলির মধ্যে অন্যতম ছিল নিরাপত্তার বিষয়টি ৷ সুপ্রিম কোর্টের শুনানিতে এই বিষয়টি নিয়ে টানাপোড়েন হয়েছে ৷ শীর্ষ আদালত চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয় নিয়ে রাজ্যকে নির্দেশ দিয়েছে ৷ আন্দোলনকারীদের সঙ্গে রাজ্য সরকারের বৈঠকেও এই বিষয়টি বারবার উঠেছে ৷

Security in RG Kar Medical College and Hospital
আন্দোলন মঞ্চে লেখা স্লোগান (নিজস্ব চিত্র)

পরে রাজ্যের তরফে নির্দেশিকা দেওয়া হয়েছে এই নিয়ে ৷ নিরাপত্তা জোরদার করতে কী কী করা হবে, সেই বিষয়টিও জানানো হয়েছে ৷ তাছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশে আরজি করের নিরাপত্তার দায়িত্বে এখন সিআইএসএফ ৷ এই পরিস্থিতিতে 42 দিনের আন্দোলনে ইতি টেনে ডাক্তাররা কাজে যোগ দিয়েছেন ৷ কিন্তু পুরোপুরি দায়িত্ব নিয়ে কাজ করার আগে তাঁরা নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছেন ৷ ওই চিকিৎসক বলেন, "যতক্ষণ পর্যন্ত না আমরা নিরাপত্তার দিকে সুনিশ্চিত হতে পারছি রাতে কীভাবে কাজ করব ?"

Security in RG Kar Medical College and Hospital
ইএনটি বিভাগের জুনিয়র ডাক্তার শ্রেয়া সাউ (নিজস্ব চিত্র)

তিনি আরও বলেন, "বারবার ফোন করছে বাড়ি থেকে । এমনকি আমাদের সঙ্গে একজন থাকবেন বলেও মাঝে মধ্যে বলছেন । আসলে আমরা কাউকে ভরসা করতে পারছি না এখন । কর্তৃপক্ষকে তো একদমই ভরসা করা যাচ্ছে না ।"

Security in RG Kar Medical College and Hospital
আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (নিজস্ব চিত্র)

তবে অন্য কিছু বিভাগে মহিলারা ডিউটি করছেন । যেমন সার্জারি ও প্রসূতি বিভাগে ইতিমধ্যেই রাতে ডিউটি করেছেন মহিলা চিকিৎসকেরা । তবে ডিউটি করলেও তাঁদের মুখেও শোনা যাচ্ছে আতঙ্কের সুর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.