রোগীমত্য়ুতে মঙ্গলবার উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল ৷ মৃতের নাম বিদ্যাসাগর সরকার (32)। বাড়ি বহরমপুর থানার চরমহুলা ৷ ঘুমন্ত অবস্থায় বিছানায় সাপে কামড়ে ছিল ওই ব্যক্তিকে। পরিবারের দাবি, আধ ঘণ্টার মধ্যে কর্ণসুবর্ণ হাসপাতালে আনা হয় ৷ সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানেই এদিন সকাল আটটা নাগাদ মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, দু’টি ইনজেকশন দিয়ে ওই রোগীকে বিছানায় হাত-পা বেঁধে ফেলে রাখা হয়েছিল ৷ শরীর নীল হতে শুরু করতে নার্সদের বলায় ধমক দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। মৃতের স্ত্রী সুভদ্রা সরকার বলেন, "চিকিৎসা হলে আমার স্বামীকেও বাঁচানো যেত ।" বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
ফের রোগী মৃত্যুর অভিযোগে উত্তাল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ
Published : Aug 13, 2024, 2:28 PM IST
রোগীমত্য়ুতে মঙ্গলবার উত্তাল হয়ে উঠল মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতাল ৷ মৃতের নাম বিদ্যাসাগর সরকার (32)। বাড়ি বহরমপুর থানার চরমহুলা ৷ ঘুমন্ত অবস্থায় বিছানায় সাপে কামড়ে ছিল ওই ব্যক্তিকে। পরিবারের দাবি, আধ ঘণ্টার মধ্যে কর্ণসুবর্ণ হাসপাতালে আনা হয় ৷ সেখান থেকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানেই এদিন সকাল আটটা নাগাদ মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, দু’টি ইনজেকশন দিয়ে ওই রোগীকে বিছানায় হাত-পা বেঁধে ফেলে রাখা হয়েছিল ৷ শরীর নীল হতে শুরু করতে নার্সদের বলায় ধমক দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। মৃতের স্ত্রী সুভদ্রা সরকার বলেন, "চিকিৎসা হলে আমার স্বামীকেও বাঁচানো যেত ।" বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।