ETV Bharat / snippets

নিমতলা ঘাটে ভাঙন, সুষ্ঠুভাবে প্রতিমা নিরঞ্জন করানোই চ্যালেঞ্জ কর্পোরেশনের

KALI PUJA 2024
প্রতিমা নিরঞ্জন (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2024, 11:06 PM IST

কালীপুজোর ভাসানপর্ব চলছে জোরকদমে। কলকাতার সমস্ত কালী প্রতিমা আজ, রবিবার নিরঞ্জন হচ্ছে ৷ আগামিকাল সোমবারও চলবে ভাসান ৷ সেই বিপুল সংখ্যার ঠাকুর ভাসান যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য প্রস্তুত কলকাতা কর্পোরেশন। উত্তর কলকাতার সবথেকে বড়ঘাট নিমতলা যেখানে বেশ কয়েক হাজার ঠাকুর ভাসান হয় ৷ ভাঙনের জেরে তার একাংশ জায়গা বন্ধ। ফলে বিপুল সংখ্যক ঠাকুর দ্রুত ভাসান দেওয়াই বড় চ্যালেঞ্জ কর্পোরেশনের কাছে। দুর্গাপুজোর ভাসানের মতো সমস্ত আয়োজন করেছে কলকাতা কর্পোরেশন। প্রতিটি ঘাটে পর্যাপ্ত আলো, লোকজন মোতায়েন আছে। প্রতিমা এলেই সেই প্রতিমা জলে ফেলামাত্র ক্রেন দিয়ে তুলে ফেলা হচ্ছে। পাশে ফুল সহ অন্যান্য সামগ্রী ফেলার নির্দিষ্ট জায়গা করা হয়েছে।

কালীপুজোর ভাসানপর্ব চলছে জোরকদমে। কলকাতার সমস্ত কালী প্রতিমা আজ, রবিবার নিরঞ্জন হচ্ছে ৷ আগামিকাল সোমবারও চলবে ভাসান ৷ সেই বিপুল সংখ্যার ঠাকুর ভাসান যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য প্রস্তুত কলকাতা কর্পোরেশন। উত্তর কলকাতার সবথেকে বড়ঘাট নিমতলা যেখানে বেশ কয়েক হাজার ঠাকুর ভাসান হয় ৷ ভাঙনের জেরে তার একাংশ জায়গা বন্ধ। ফলে বিপুল সংখ্যক ঠাকুর দ্রুত ভাসান দেওয়াই বড় চ্যালেঞ্জ কর্পোরেশনের কাছে। দুর্গাপুজোর ভাসানের মতো সমস্ত আয়োজন করেছে কলকাতা কর্পোরেশন। প্রতিটি ঘাটে পর্যাপ্ত আলো, লোকজন মোতায়েন আছে। প্রতিমা এলেই সেই প্রতিমা জলে ফেলামাত্র ক্রেন দিয়ে তুলে ফেলা হচ্ছে। পাশে ফুল সহ অন্যান্য সামগ্রী ফেলার নির্দিষ্ট জায়গা করা হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.