ETV Bharat / snippets

লক্ষ লক্ষ টাকার গাঁজা উদ্ধার, গ্রেফতার ড্রাইভার

Ganja Seized
বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 31, 2024, 7:24 PM IST

কোলাঘাট, 31 জুলাই: প্রায় 300 কিলোরও বেশি গাঁজা পাচার করার সময় পুলিশের হাতে ধরা পড়ল পাচারকারী ৷ এই বিপুল গাঁজার দাম আনুমানিক 50 লক্ষ টাকা ৷ ঘটনাটি ঘটেছে কোলাঘাট থানার সিনেমা মোড়ের কাছে ৷ পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বোম্বাই রোড ধরে কোলাঘাট হয়ে হাওড়ার দিকে একটি পিকআপ ভ্যান যাচ্ছিল ৷ কোলাঘাট থানার পুলিশ গাড়িটিকে আটকায় ৷ কোলাঘাট বিট হাউস থানার পুলিশ গাড়িটিকে ঘিরে ফেলে ৷ ড্রাইভারকে থানায় নিয়ে আসে ৷ জেরায় ড্রাইভার স্বীকার করে নেয় গাড়িতে গাঁজা রয়েছে ৷ পিকআপ ভ্যানের ড্রাইভারকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে ৷

কোলাঘাট, 31 জুলাই: প্রায় 300 কিলোরও বেশি গাঁজা পাচার করার সময় পুলিশের হাতে ধরা পড়ল পাচারকারী ৷ এই বিপুল গাঁজার দাম আনুমানিক 50 লক্ষ টাকা ৷ ঘটনাটি ঘটেছে কোলাঘাট থানার সিনেমা মোড়ের কাছে ৷ পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বোম্বাই রোড ধরে কোলাঘাট হয়ে হাওড়ার দিকে একটি পিকআপ ভ্যান যাচ্ছিল ৷ কোলাঘাট থানার পুলিশ গাড়িটিকে আটকায় ৷ কোলাঘাট বিট হাউস থানার পুলিশ গাড়িটিকে ঘিরে ফেলে ৷ ড্রাইভারকে থানায় নিয়ে আসে ৷ জেরায় ড্রাইভার স্বীকার করে নেয় গাড়িতে গাঁজা রয়েছে ৷ পিকআপ ভ্যানের ড্রাইভারকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.