ETV Bharat / snippets

জলে ডুব দিয়ে পাচারের চেষ্টা, উদ্ধার 600 বোতল ফেনসিডিল; গ্রেফতার 1

Murshidabad News
ধৃত পাচারকারী ও উদ্ধার হওয়া ফেনসিডিল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2024, 6:19 PM IST

সূত্র মারফত খবর পেয়ে অভিযান ৷ দেখা যায় জলে ডুব দিয়ে এক ব্যক্তি যাচ্ছে ৷ সন্দেহের বশে তাকে জিজ্ঞাসা করতেই 600 বোতল ফেনসিডিল উদ্ধার করেন রানিনগর থানার ওসি বিদ্যুৎ সরকার তাঁর দল ৷ মুর্শিদাবাদের রানিনগর থানার বামনাবাদ পাথরঘাট এলাকার ঘটনা ৷ ধৃতের নাম রশিদ শেখ ৷ বয়স 28 বছর ৷ বাড়ি সাগরপাড়া থানার নতুন বামনাবাদ এলাকায়। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা লাগোয়া বামনাবাদ ঘাট দিয়ে অভিনব কায়দায় বাংলাদেশের পাচারের চেষ্টা করছিল রশিদ । ধৃতকে বুধবার আদালতে পেশ করা হলে সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷

সূত্র মারফত খবর পেয়ে অভিযান ৷ দেখা যায় জলে ডুব দিয়ে এক ব্যক্তি যাচ্ছে ৷ সন্দেহের বশে তাকে জিজ্ঞাসা করতেই 600 বোতল ফেনসিডিল উদ্ধার করেন রানিনগর থানার ওসি বিদ্যুৎ সরকার তাঁর দল ৷ মুর্শিদাবাদের রানিনগর থানার বামনাবাদ পাথরঘাট এলাকার ঘটনা ৷ ধৃতের নাম রশিদ শেখ ৷ বয়স 28 বছর ৷ বাড়ি সাগরপাড়া থানার নতুন বামনাবাদ এলাকায়। ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা লাগোয়া বামনাবাদ ঘাট দিয়ে অভিনব কায়দায় বাংলাদেশের পাচারের চেষ্টা করছিল রশিদ । ধৃতকে বুধবার আদালতে পেশ করা হলে সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.