ETV Bharat / state

অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা নিয়ে কড়া চিঠি শুভেন্দুর, তবে কি এবার লড়াই আইনি পথে - SUVENDU ADHIKARI

বিধানসভার অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে চিঠি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তবে কি এবার লড়াই আইনি পথে এগোতে চলেছে ?

ETV BHARAT
অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা নিয়ে চিঠি শুভেন্দুর (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2024, 8:13 PM IST

কলকাতা, 22 নভেম্বর: হাউস স্থগিত (প্রোরোগ) হচ্ছে না । তা সত্ত্বেও অধ্যক্ষের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব কার্যকারী করা হচ্ছে না কেন ! এই প্রশ্ন তুলে শুক্রবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

প্রসঙ্গত, সোমবার থেকে রাজ্য বিধানসভায় শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে । তার আগে বিজেপির তরফ থেকে অনাস্থা প্রস্তাব নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা হয়েছে । তাদের দাবি, যেহেতু অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি (সাইন ডাই) করা হচ্ছে, স্থগিত (প্রোরোগ অর্থাৎ স্থগিতের পর অধিবেশন ডাকতে হলে রাজভবনের অনুমতি প্রয়োজন) করা হচ্ছে না, এই অবস্থায় বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা করতে আইনত কোনও অসুবিধা নেই । কিন্তু তারপরেও কেন করা হচ্ছে না, এদিন সেই প্রশ্নই তুলেছেন শুভেন্দু ।

এদিন বিরোধী দলনেতা বলেন, "অনাস্থা প্রস্তাব আমরা আগেই দিয়েছিলাম । যেহেতু আইনের সুযোগ আছে, স্পিকার তাঁর ডেপুটি স্পিকারকে রুলিং দেওয়ার জন্য যে পাওয়ার দিয়েছিলেন, সেক্ষেত্রে তিনি কম সময়ের অজুহাত দেখিয়ে নালিফাইড করে দিয়েছিলেন । এটা উনি করতে পারেন না । কেন করতে পারেন না, আজকের দেওয়া চিঠিতে তার বিস্তারিত তথ্য রয়েছে ।"

শুভেন্দু বলেন, "তৃণমূল কংগ্রেস বা স্পিকারের ব্যক্তিগত ইচ্ছায় তো হাউস চলতে পারে না । আমরা আইনের সেকশন এবং সাব সেকশন সব তুলে ধরেছি । আশা করছি, এর উপর ভিত্তি করে এবার শীতকালীন অধিবেশনে আমাদের দাবি বিবেচনা করবেন । যদি আমাদের দাবি কনসিডার না করা হয়, সঠিক জায়গায় যাওয়ার সুযোগ আছে ৷ আমরা যাব ।"

সাংবাদিকদের তরফ থেকে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, এই বিষয় নিয়ে কি তাহলে আগামী দিনে আইনের দ্বারস্থ হতে চলেছে বিজেপি ? যদিও তা নিয়ে এখনই মুখ খোলেননি শুভেন্দু অধিকারী । তিনি বলেন, "আমরা তো আইন মেনে চিঠি দিয়েছি । এখন দেখতে চাই উনি (অধ্যক্ষ) এই নিয়ে কী বক্তব্য দেন । এই চিঠির পরিণতি কী হয় তা দেখে নিয়েই পরবর্তী পদক্ষেপ করা হবে ৷"

প্রসঙ্গত, গত 30 জুলাই 50 জন সদস্যের স্বাক্ষর-সহ বিধানসভার প্রধান সচিবের কাছে অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেয় বিজেপি । তখন থেকে গোটা বিষয়টি ঝুলে রয়েছে । এবার সেই অনাস্থা নিয়ে টানাপোড়েন যে শীতকালীন অধিবেশনেও চলবে, শুক্রবার শুভেন্দু অধিকারীর বক্তব্যে তা আরও একবার স্পষ্ট হয়ে গেল ।

এদিকে, শুভেন্দু অধিকারীর এই চিঠি প্রসঙ্গে এদিন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, "আমি বিরোধী দলনেতার চিঠি পেয়েছি । এই নিয়ে আইনানুগ যা পদক্ষেপ করার তা করা হবে ।"

কলকাতা, 22 নভেম্বর: হাউস স্থগিত (প্রোরোগ) হচ্ছে না । তা সত্ত্বেও অধ্যক্ষের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব কার্যকারী করা হচ্ছে না কেন ! এই প্রশ্ন তুলে শুক্রবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ।

প্রসঙ্গত, সোমবার থেকে রাজ্য বিধানসভায় শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে । তার আগে বিজেপির তরফ থেকে অনাস্থা প্রস্তাব নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা হয়েছে । তাদের দাবি, যেহেতু অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতুবি (সাইন ডাই) করা হচ্ছে, স্থগিত (প্রোরোগ অর্থাৎ স্থগিতের পর অধিবেশন ডাকতে হলে রাজভবনের অনুমতি প্রয়োজন) করা হচ্ছে না, এই অবস্থায় বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনা করতে আইনত কোনও অসুবিধা নেই । কিন্তু তারপরেও কেন করা হচ্ছে না, এদিন সেই প্রশ্নই তুলেছেন শুভেন্দু ।

এদিন বিরোধী দলনেতা বলেন, "অনাস্থা প্রস্তাব আমরা আগেই দিয়েছিলাম । যেহেতু আইনের সুযোগ আছে, স্পিকার তাঁর ডেপুটি স্পিকারকে রুলিং দেওয়ার জন্য যে পাওয়ার দিয়েছিলেন, সেক্ষেত্রে তিনি কম সময়ের অজুহাত দেখিয়ে নালিফাইড করে দিয়েছিলেন । এটা উনি করতে পারেন না । কেন করতে পারেন না, আজকের দেওয়া চিঠিতে তার বিস্তারিত তথ্য রয়েছে ।"

শুভেন্দু বলেন, "তৃণমূল কংগ্রেস বা স্পিকারের ব্যক্তিগত ইচ্ছায় তো হাউস চলতে পারে না । আমরা আইনের সেকশন এবং সাব সেকশন সব তুলে ধরেছি । আশা করছি, এর উপর ভিত্তি করে এবার শীতকালীন অধিবেশনে আমাদের দাবি বিবেচনা করবেন । যদি আমাদের দাবি কনসিডার না করা হয়, সঠিক জায়গায় যাওয়ার সুযোগ আছে ৷ আমরা যাব ।"

সাংবাদিকদের তরফ থেকে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, এই বিষয় নিয়ে কি তাহলে আগামী দিনে আইনের দ্বারস্থ হতে চলেছে বিজেপি ? যদিও তা নিয়ে এখনই মুখ খোলেননি শুভেন্দু অধিকারী । তিনি বলেন, "আমরা তো আইন মেনে চিঠি দিয়েছি । এখন দেখতে চাই উনি (অধ্যক্ষ) এই নিয়ে কী বক্তব্য দেন । এই চিঠির পরিণতি কী হয় তা দেখে নিয়েই পরবর্তী পদক্ষেপ করা হবে ৷"

প্রসঙ্গত, গত 30 জুলাই 50 জন সদস্যের স্বাক্ষর-সহ বিধানসভার প্রধান সচিবের কাছে অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেয় বিজেপি । তখন থেকে গোটা বিষয়টি ঝুলে রয়েছে । এবার সেই অনাস্থা নিয়ে টানাপোড়েন যে শীতকালীন অধিবেশনেও চলবে, শুক্রবার শুভেন্দু অধিকারীর বক্তব্যে তা আরও একবার স্পষ্ট হয়ে গেল ।

এদিকে, শুভেন্দু অধিকারীর এই চিঠি প্রসঙ্গে এদিন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন, "আমি বিরোধী দলনেতার চিঠি পেয়েছি । এই নিয়ে আইনানুগ যা পদক্ষেপ করার তা করা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.