ETV Bharat / state

নিঃসন্তান প্রৌঢ় দম্পতিকে টেস্ট টিউব বেবি নেওয়ার অনুমতি হাইকোর্টের - TEST TUBE BABY

সরকারি নিয়ম বাধা হয়েছিল সন্তান নেওয়ার পরিকল্পনা ৷ কলকাতা হাইকোর্টের অনুমতিতে আশাপূরণের সম্ভাবনা ৷

TEST TUBE BABY
নিঃসন্তান প্রৌঢ় দম্পতিকে টেস্ট টিউব বেবি নেওয়ার অনুমতি হাইকোর্টের (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2024, 8:45 PM IST

কলকাতা, 22 নভেম্বর: 58 বছরের নিঃসন্তান দম্পতিকে টেস্ট টিউব বেবি নেওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি অমৃতা সিনহা শুক্রবার এই নির্দেশ দিয়েছেন ৷ রাজ্যের আইনজীবীকে বিচারপতির নির্দেশ, এ ব্যাপারে স্বাস্থ্য দফতর যেন প্রয়োজনীয় সহযোগিতা করে । কলকাতা হাইকোর্টের এই নির্দেশের ফলে বহু সন্তানহীন দম্পতির সামনে নতুন দিগন্ত খুলে যেতে পারে বলে মনে করছেন আইনজীবীরা ।

ওই দম্পতির বাড়ি কলকাতার কাশীপুরে ৷ 1994 সালে তাঁদের বিয়ে হয়৷ দাম্পত্যের তিন দশক পেরিয়ে গেলেও তাঁরা নিঃসন্তান ৷ তাই 2023 সালে আইভিএফ পদ্ধতিতে সন্তান নেওয়ার পরিকল্পনা করেন তাঁরা ৷ কিন্তু বাধ সাধে বয়স ৷ সরকারি নিয়ম অনুযায়ী বয়সের যে ঊর্ধ্বসীমা নির্ধারণ করা হয়েছে, এক্ষেত্রে যিনি বাবা হতে চাইছেন, তাঁর বয়স সেই ঊর্ধ্বসীমা পেরিয়ে গিয়েছে ৷

কিন্তু প্রৌঢ়েত্বে এসে সন্তান-সুখ পাওয়ার আশায় বয়সের বাধার প্রাচীর টপকাতে মরিয়া ছিলেন ওই দম্পতি ৷ নিয়ম মেনে তাঁরা স্বাস্থ্য দফতরে আবেদন করেন ৷ স্বাস্থ্য দফতরও তাঁদের আবেদন নাকচ করে দেয় ৷ শেষে কোনও উপায় না-দেখে তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ৷

গত 19 নভেম্বর বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি হয় ৷ সেখানে বিচারপতি ওই দম্পতির আইনজীবীর কাছে জানতে চান যে প্রৌঢ়ত্বের শেষ পর্যায়ে এসে ওই দম্পতি সন্তানের দায়িত্ব নিতে পারবেন কি না ? আইনজীবী অচিন জানা সেদিন জানিয়েছিলেন যে ওই দম্পতি আর্থিকভাবে সচ্ছ্বল ৷ তাঁরা সন্তানের দায়িত্ব নিতে প্রস্তুত ৷

আজ শুক্রবার মামলার রায় দেন বিচারপতি অমৃতা সিনহা ৷ আইনজীবী অচিন জানা জানান, সমস্তদিক বিচার করে আদালত টেস্ট টিউব বেবি নেওয়ার অনুমতি দিয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, আইভিএফ পদ্ধতিতে সন্তান নেওয়ার জন্য পুরুষের বয়সের ঊর্ধ্বসীমা 55 বছর ৷ আর মহিলাদের ক্ষেত্রে এই ঊর্ধ্বসীমা 50 বছর ৷ কাশীপুরের দম্পতির ক্ষেত্রে মহিলার বয়স পঞ্চাশের নিচে হলেও পুরুষের বয়স 58 বছর ৷ সেই যুক্তিতেই আইভিএফ সেন্টার বা স্বাস্থ্য দফতর ওই দম্পতির আবেদন খারিজ করে ৷

কিন্তু আইনজীবীর দাবি, পুরুষ বা মহিলাদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা থাকলেও কোনও দম্পতি একসঙ্গে আবেদন করলে বয়সের ক্ষেত্রে কোনও ঊর্ধ্বসীমা নেই ৷ সেটা শুনানিতে তুলে ধরা হয় ৷ মনে হয়, আদালত সেই দিকটি খতিয়ে দেখেই নির্দেশ দিয়েছে৷ আদালতের রায়ে খুশি ওই দম্পতি ৷

কলকাতা, 22 নভেম্বর: 58 বছরের নিঃসন্তান দম্পতিকে টেস্ট টিউব বেবি নেওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি অমৃতা সিনহা শুক্রবার এই নির্দেশ দিয়েছেন ৷ রাজ্যের আইনজীবীকে বিচারপতির নির্দেশ, এ ব্যাপারে স্বাস্থ্য দফতর যেন প্রয়োজনীয় সহযোগিতা করে । কলকাতা হাইকোর্টের এই নির্দেশের ফলে বহু সন্তানহীন দম্পতির সামনে নতুন দিগন্ত খুলে যেতে পারে বলে মনে করছেন আইনজীবীরা ।

ওই দম্পতির বাড়ি কলকাতার কাশীপুরে ৷ 1994 সালে তাঁদের বিয়ে হয়৷ দাম্পত্যের তিন দশক পেরিয়ে গেলেও তাঁরা নিঃসন্তান ৷ তাই 2023 সালে আইভিএফ পদ্ধতিতে সন্তান নেওয়ার পরিকল্পনা করেন তাঁরা ৷ কিন্তু বাধ সাধে বয়স ৷ সরকারি নিয়ম অনুযায়ী বয়সের যে ঊর্ধ্বসীমা নির্ধারণ করা হয়েছে, এক্ষেত্রে যিনি বাবা হতে চাইছেন, তাঁর বয়স সেই ঊর্ধ্বসীমা পেরিয়ে গিয়েছে ৷

কিন্তু প্রৌঢ়েত্বে এসে সন্তান-সুখ পাওয়ার আশায় বয়সের বাধার প্রাচীর টপকাতে মরিয়া ছিলেন ওই দম্পতি ৷ নিয়ম মেনে তাঁরা স্বাস্থ্য দফতরে আবেদন করেন ৷ স্বাস্থ্য দফতরও তাঁদের আবেদন নাকচ করে দেয় ৷ শেষে কোনও উপায় না-দেখে তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ৷

গত 19 নভেম্বর বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি হয় ৷ সেখানে বিচারপতি ওই দম্পতির আইনজীবীর কাছে জানতে চান যে প্রৌঢ়ত্বের শেষ পর্যায়ে এসে ওই দম্পতি সন্তানের দায়িত্ব নিতে পারবেন কি না ? আইনজীবী অচিন জানা সেদিন জানিয়েছিলেন যে ওই দম্পতি আর্থিকভাবে সচ্ছ্বল ৷ তাঁরা সন্তানের দায়িত্ব নিতে প্রস্তুত ৷

আজ শুক্রবার মামলার রায় দেন বিচারপতি অমৃতা সিনহা ৷ আইনজীবী অচিন জানা জানান, সমস্তদিক বিচার করে আদালত টেস্ট টিউব বেবি নেওয়ার অনুমতি দিয়েছে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, আইভিএফ পদ্ধতিতে সন্তান নেওয়ার জন্য পুরুষের বয়সের ঊর্ধ্বসীমা 55 বছর ৷ আর মহিলাদের ক্ষেত্রে এই ঊর্ধ্বসীমা 50 বছর ৷ কাশীপুরের দম্পতির ক্ষেত্রে মহিলার বয়স পঞ্চাশের নিচে হলেও পুরুষের বয়স 58 বছর ৷ সেই যুক্তিতেই আইভিএফ সেন্টার বা স্বাস্থ্য দফতর ওই দম্পতির আবেদন খারিজ করে ৷

কিন্তু আইনজীবীর দাবি, পুরুষ বা মহিলাদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা থাকলেও কোনও দম্পতি একসঙ্গে আবেদন করলে বয়সের ক্ষেত্রে কোনও ঊর্ধ্বসীমা নেই ৷ সেটা শুনানিতে তুলে ধরা হয় ৷ মনে হয়, আদালত সেই দিকটি খতিয়ে দেখেই নির্দেশ দিয়েছে৷ আদালতের রায়ে খুশি ওই দম্পতি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.