সুন্দরবন পুলিশ জেলার এসপি, বসিরহাট পুলিশ জেলার এসডিপিও এবং দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত রহড়া থানায় নতুন আইসি নিয়োগ করল নির্বাচন কমিশন । মঙ্গলবার ভোটের সমস্ত কাজ থেকে এই তিনজনকে সরানোর নির্দেশ দেয় কমিশন ৷ এরপর 3 আধিকারিকের নাম মঙ্গলবার রাতেই চূড়ান্ত করে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয় ৷ কমিশনের সিদ্ধান্ত অনুসারে দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত দমদম লোকসভা কেন্দ্রের 109 খড়দা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রহড়া থানার আইসি করা হল ঋকবেদ সাহাকে ৷ অন্যদিকে সুন্দরবন পুলিশ জেলার নতুন এসপি হলেন সন্দীপ কাররা। সেইসঙ্গে বসিরহাট পুলিশ জেলার এসডিপিও হলেন অমিতাভ কোনার ।
বসিরহাট-সুন্দরবন এবং দমদমে নয়া আধিকারিক নিযুক্ত করল নির্বাচন কমিশন
Published : May 29, 2024, 5:51 PM IST
সুন্দরবন পুলিশ জেলার এসপি, বসিরহাট পুলিশ জেলার এসডিপিও এবং দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত রহড়া থানায় নতুন আইসি নিয়োগ করল নির্বাচন কমিশন । মঙ্গলবার ভোটের সমস্ত কাজ থেকে এই তিনজনকে সরানোর নির্দেশ দেয় কমিশন ৷ এরপর 3 আধিকারিকের নাম মঙ্গলবার রাতেই চূড়ান্ত করে কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয় ৷ কমিশনের সিদ্ধান্ত অনুসারে দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত দমদম লোকসভা কেন্দ্রের 109 খড়দা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রহড়া থানার আইসি করা হল ঋকবেদ সাহাকে ৷ অন্যদিকে সুন্দরবন পুলিশ জেলার নতুন এসপি হলেন সন্দীপ কাররা। সেইসঙ্গে বসিরহাট পুলিশ জেলার এসডিপিও হলেন অমিতাভ কোনার ।