Minakshi Mukherjee: কলকাতা পুলিশের বিরুদ্ধে শারীরিক হেনস্তা ও আক্রমণের অভিযোগ করলেন মীনাক্ষী মুখোপাধ্যায় । ডিওয়াইএফআইয়ের রাজ্য কমিটির সম্পাদক কলকাতা পুলিশ কমিশনারকে ইমেল পাঠিয়ে অভিযোগ করেন ৷ তিনি লিখেছেন, "আইনশৃঙ্খলা রক্ষার নামে অভিষেক গুপ্তার নেতৃত্ব পুলিশের একাংশ কোনও মহিলা পুলিশ ছাড়াই বিনা প্ররোচনায় সচেতনভাবে ও ইচ্ছাকৃতভাবে আমার বুকে ধাক্কা মারে, কয়েকটি সজোরে ঘুষি চালায়, মহিলা পুলিশ ছাড়াই বহু সংখ্যক পুরুষ পুলিশও আমাদের ধাক্কা দেয় ।" এ বিষয়ে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "আমাদের অভিযোগের তদন্ত তো দূরে থাক, উলটে আমাদের ছাত্র-যুবদের লালবাজার ডেকে পাঠাচ্ছে । এর শেষ দেখে ছাড়ব । সাধারণ মানুষ জবাব দেবেন ।"
পুলিশের বিরুদ্ধে শারীরিক হেনস্তার অভিযোগ মীনাক্ষীর
Published : Aug 28, 2024, 3:26 PM IST
Minakshi Mukherjee: কলকাতা পুলিশের বিরুদ্ধে শারীরিক হেনস্তা ও আক্রমণের অভিযোগ করলেন মীনাক্ষী মুখোপাধ্যায় । ডিওয়াইএফআইয়ের রাজ্য কমিটির সম্পাদক কলকাতা পুলিশ কমিশনারকে ইমেল পাঠিয়ে অভিযোগ করেন ৷ তিনি লিখেছেন, "আইনশৃঙ্খলা রক্ষার নামে অভিষেক গুপ্তার নেতৃত্ব পুলিশের একাংশ কোনও মহিলা পুলিশ ছাড়াই বিনা প্ররোচনায় সচেতনভাবে ও ইচ্ছাকৃতভাবে আমার বুকে ধাক্কা মারে, কয়েকটি সজোরে ঘুষি চালায়, মহিলা পুলিশ ছাড়াই বহু সংখ্যক পুরুষ পুলিশও আমাদের ধাক্কা দেয় ।" এ বিষয়ে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "আমাদের অভিযোগের তদন্ত তো দূরে থাক, উলটে আমাদের ছাত্র-যুবদের লালবাজার ডেকে পাঠাচ্ছে । এর শেষ দেখে ছাড়ব । সাধারণ মানুষ জবাব দেবেন ।"