জয়পুর, 12 নভেম্বর: উপ-নির্বাচনের কাজকর্ম ফেলে রেখে তড়িঘড়ি ট্যাঙ্কে চড়লেন মন্ত্রী ৷ সাব-ইনস্পেক্টর নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে দু'দিন ধরে জলের ট্যাঙ্কের উপরে ধরনায় বসে ছিলেন দুই বেকার যুবক ৷ মঙ্গলবার সকালে রাজস্থানের মন্ত্রী কিরোরি লাল মিনা জয়পুরের হিম্মতনগরে ওই ঘটনাস্থলে পৌঁছন ৷
তিনি ট্যাঙ্কের উপরে ওঠেন এবং আধ ঘণ্টা ধরে যুবকদের সঙ্গে কথা বলেন ৷ প্রায় 50 ঘণ্টা ট্যাঙ্কের থাকার পর দুই যুবককে নামিয়ে আনেন মন্ত্রী মিনা ৷ তড়িঘড়ি ওই যুবকদের শারীরিক স্বাস্থ্যপরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷
জানা গিয়েছে, বিক্ষোভকারী যুবকরা সাব ইনস্পেক্টর রিক্রুটমেন্ট এগজামিনেশন (এসআইআরই) পরীক্ষা দিয়েছিলেন ৷ কিন্তু সামান্য কিছু নম্বরের জন্য তাঁরা নিয়োগ পরীক্ষায় পাশ করতে পারেননি ৷ তাঁদের অভিযোগ, এসআই নিয়োগ পরীক্ষায় দুর্নীতি হয়েছে এবং তাতে 3 জন আরপিএসসি আধিকারিক জড়িত ছিলেন ৷
#WATCH | Jaipur, Rajasthan: Students who climbed up the water tank regarding the cancellation of the SI recruitment exam, came down on the second day after Minister Kirodi Lal Meena climbed up and talked to the students pic.twitter.com/txKgAmcH60
— ANI MP/CG/Rajasthan (@ANI_MP_CG_RJ) November 12, 2024
জলের ট্যাঙ্কের উপরে থাকা এক যুবক বিকাশ বিধুড়ী জানান, তাঁদের দাবি ন্যায্য ৷ তাঁরা বেকার ৷ নিজের ক্ষমতা থাকলেও তাঁরা চাকরি পাননি ৷ চাষবাসের কাজ, মজদুরি করে তিনি এসআই পরীক্ষার জন্য কঠোর পরিশ্রম করেছেন ৷ এরপর তিনি জানতে পারেন যে, ওই এসআই নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে ৷ এক বা দু'দিন আগে নয়, প্রশ্নপত্র ফাঁস হয়েছে 30 দিন আগে ৷ পরীক্ষার সময় যাঁর থাকার কথা ছিল, তাঁর বদলে অন্য কেউ পরীক্ষা নেবেন ৷ প্রশ্নপত্রগুলি 40 লক্ষ টাকায় বিক্রি হয়েছে ৷ এজেন্সিগুলিও মেনে নিয়েছে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে ৷ কিন্তু সরকার এখনও চুপ ৷ তিনি আরও জানান, 2021 সাল থেকে এই যন্ত্রণা সহ্য করছেন রাজ্যের বেকার যুবক-যুবতীরা ৷
কিশোরীলাল মিনা ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, "এই এসআই পরীক্ষা বিগত কংগ্রেস সরকারের আমলে হয়েছিল ৷" তিনি আশ্বাস দেন যে, আগামিকাল (13 নভেম্বর) উপ-নির্বাচন মিটলে 14 নভেম্বর মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মার সঙ্গে দেখা করবেন ৷ মন্ত্রীও অভিযোগ করেন, এসআই নিয়োগ পরীক্ষার দুর্নীতিতে কয়েকজন মন্ত্রীও জড়িত ছিলেন ৷ এই পরীক্ষা বাতিল হওয়াই উচিত ৷ বিক্ষোভকারী যুবকরাও ট্যাঙ্ক থেকে নীচে নেমে জানান যে, মন্ত্রী তাঁদের আশ্বাস দিয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের সাক্ষাতের ব্যবস্থা করা হবে ৷ এই আশ্বাস পেয়েই তাঁরা ট্যাঙ্ক থেকে নীচে নেমে আসেন ৷
এদিন বিক্ষোভকারী বেকার যুবকদের সঙ্গে দেখা করতে কিরোড়ি লাল মিনা নিজেই ট্যাঙ্কের উপর ওঠেন ৷ আধ ঘণ্টা ধরে তিনি তাঁদের সঙ্গে কথা বলেন ৷ নেমে আসার সময় সমস্যায় পড়েন তাঁরা ৷ তখন প্রশাসনের তরফে এয়ার হাইড্রলিক ল্যাডার প্ল্যাটফর্ম (এএইচএলপি) নিয়ে আসে ৷ এরপর মন্ত্রী-সহ দুই বেকার যুবক ট্যাঙ্ক থেকে নিচে নামে ৷