ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর নির্দেশ, সল্টলেকের বাস দুর্ঘটনার পরই জরুরি বৈঠক ডাকলেন পরিবহণমন্ত্রী - SALTLAKE BUS ACCIDENT

রেষারেষির জেরে একের পর এক দুর্ঘটনা ৷ সল্টলেকে বাস দুর্ঘটনা শিশুর মৃত্যুতে জরুরি বৈঠকে বসছেন পরিবহণমন্ত্রী ৷

Snehasis Chakraborty
দুর্ঘটনার পর জরুরি বৈঠক পরিবহণ মন্ত্রীর (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 12, 2024, 11:04 PM IST

কলকাতা, 12 নভেম্বর: দুটি বাসের রেষারেষির বলি এক খুদে স্কুল পড়ুয়া । এই ঘটনার পরই বাসের রেষারেষি রুখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে বৈঠক ডাকতে চলেছে পরিবহণ দফতর ৷ জানা গিয়েছে, আগামী 14 নভেম্বর বৃহস্পতিবার বিধাননগরে নগরোন্নয়ন ভবনে জরুরি ভিত্তিতে 17টি বেসরকারি পরিবহণ সংগঠনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী । সূত্রের খবর, বৃহস্পতিবারের বৈঠকে পরিবহণমন্ত্রী ছাড়াও থাকতে পারেন পুলিশ কমিশনার সঞ্জয় ভার্মা, পরিবহণ সচিব সৌমিত্র মোহন-সহ 17টি পরিবহণ সংগঠন ৷ যাদের মধ্যে রয়েছে বাস, ট্যাক্সি, অ্যাপ ক্যাব ও বাইক ট্যাক্সিও ।

প্রথমে বেহালা তারপর বাঁশদ্রোণী আর এখন সল্টলেক । একের পর এক এই ধরনের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে শিশুরা । এই বিষয়ে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ইটিভি ভারতকে জানান যে, পুরুলিয়া এবং তারপর আজ উল্টোডাঙার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত উদ্বিগ্ন ৷ তাই তাঁর নির্দেশমতোই সবকটি বেসরকারি বাস সংগঠনকে নিয়ে এই বৈঠক করা হবে । বেপরোয়াভাবে বাস চালানো এবং দুটি বাসের মধ্যে রেষারেষি যাতে বন্ধ করতে এই বৈঠক ৷ অবিলম্বে এই বিষয় পদক্ষেপ নিয়ে চালকের বিরুদ্ধে হত্যার চেষ্টার মামলা রুজু করা হবে বলেই জানিয়েছেন পরিবহণমন্ত্রী ।

তিনি আরও জানান, রাজ্যের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি গ্রহণ করে পথ দুর্ঘটনা অনেকটাই ঠেকানো গিয়েছে ৷ তবুও একজনের মৃত্যুও বেদনাদায়ক ৷ তাই এই নিয়ম যারা মানছেন না তাঁদের বিরুদ্ধে ভবিষ্যতে পরিবহণমন্ত্রক কঠোর ব্যবস্থা নেওয়ার পথে হাঁটবে ।

যদিও এই ঘটনায় বাস মালিকপক্ষের দাবি যে, রাজ্যে যথেষ্ট পরিকাঠামোর অভাবেই এই ধরনের পথ দুর্ঘটনা ঘটে যাচ্ছে । এর পাল্টা পরিবহণমন্ত্রী জানান যে, রাস্তায় গাড়ি চালাবার সময় চালককে সদা সর্বদা তৎপর থাকতে হবে । সংযতভাবে বাস চালানোটাই একজন চালকের প্রাথমিক দায়িত্ব ।

কলকাতা, 12 নভেম্বর: দুটি বাসের রেষারেষির বলি এক খুদে স্কুল পড়ুয়া । এই ঘটনার পরই বাসের রেষারেষি রুখতে মুখ্যমন্ত্রীর নির্দেশে বৈঠক ডাকতে চলেছে পরিবহণ দফতর ৷ জানা গিয়েছে, আগামী 14 নভেম্বর বৃহস্পতিবার বিধাননগরে নগরোন্নয়ন ভবনে জরুরি ভিত্তিতে 17টি বেসরকারি পরিবহণ সংগঠনের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী । সূত্রের খবর, বৃহস্পতিবারের বৈঠকে পরিবহণমন্ত্রী ছাড়াও থাকতে পারেন পুলিশ কমিশনার সঞ্জয় ভার্মা, পরিবহণ সচিব সৌমিত্র মোহন-সহ 17টি পরিবহণ সংগঠন ৷ যাদের মধ্যে রয়েছে বাস, ট্যাক্সি, অ্যাপ ক্যাব ও বাইক ট্যাক্সিও ।

প্রথমে বেহালা তারপর বাঁশদ্রোণী আর এখন সল্টলেক । একের পর এক এই ধরনের দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে শিশুরা । এই বিষয়ে পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী ইটিভি ভারতকে জানান যে, পুরুলিয়া এবং তারপর আজ উল্টোডাঙার ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত উদ্বিগ্ন ৷ তাই তাঁর নির্দেশমতোই সবকটি বেসরকারি বাস সংগঠনকে নিয়ে এই বৈঠক করা হবে । বেপরোয়াভাবে বাস চালানো এবং দুটি বাসের মধ্যে রেষারেষি যাতে বন্ধ করতে এই বৈঠক ৷ অবিলম্বে এই বিষয় পদক্ষেপ নিয়ে চালকের বিরুদ্ধে হত্যার চেষ্টার মামলা রুজু করা হবে বলেই জানিয়েছেন পরিবহণমন্ত্রী ।

তিনি আরও জানান, রাজ্যের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি গ্রহণ করে পথ দুর্ঘটনা অনেকটাই ঠেকানো গিয়েছে ৷ তবুও একজনের মৃত্যুও বেদনাদায়ক ৷ তাই এই নিয়ম যারা মানছেন না তাঁদের বিরুদ্ধে ভবিষ্যতে পরিবহণমন্ত্রক কঠোর ব্যবস্থা নেওয়ার পথে হাঁটবে ।

যদিও এই ঘটনায় বাস মালিকপক্ষের দাবি যে, রাজ্যে যথেষ্ট পরিকাঠামোর অভাবেই এই ধরনের পথ দুর্ঘটনা ঘটে যাচ্ছে । এর পাল্টা পরিবহণমন্ত্রী জানান যে, রাস্তায় গাড়ি চালাবার সময় চালককে সদা সর্বদা তৎপর থাকতে হবে । সংযতভাবে বাস চালানোটাই একজন চালকের প্রাথমিক দায়িত্ব ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.