হাওড়া-মুম্বই মেল ট্রেন দুর্ঘটনা নিয়ে সরব কলকাতার মেয়র ফিরদাহ হাকিম ৷ কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি ৷ তৃণমূল নেতা বলেন, "এটা রেল বেচে দেওয়ার একটা পরিকল্পনা। মানুষকে মারো আর ভয় দেখাও। রেল বেসরকারিকরণের করে দাও। মানুষের জীবন নিয়ে যেভাবে খেলছে অত্যন্ত লজ্জার বিষয় ৷ অপদার্থ এই রেলমন্ত্রক। তীব্র ভাষায় ধিক্কার জানাই। রেলমন্ত্রীর পদত্যাগ নিয়ে দল সিদ্ধান্ত নেবে। নরেন্দ্র মোদির জন্য সাংসদ হয়েছে ৷ চাকরি বাঁচাতে তেল দিচ্ছে। সত্যি ঘটনা পার্লামেন্টে তলার ক্ষমতা নেই। আমাদের দল নিশ্চিতভাবে সরব হবে।" মানুষের জন্য তৃণমূল আবার প্রতিবাদ করবে বলেও উল্লেখ করেছন মেয়র। মঙ্গলবার হাওড়া-মুম্বই ট্রেন দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে ৷
রেল বেচে দেওয়ার পরিকল্পনা, ট্রেন দুর্ঘটনা প্রসঙ্গে মন্তব্য ফিরহাদের
Published : Jul 30, 2024, 2:16 PM IST
হাওড়া-মুম্বই মেল ট্রেন দুর্ঘটনা নিয়ে সরব কলকাতার মেয়র ফিরদাহ হাকিম ৷ কেন্দ্র সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি ৷ তৃণমূল নেতা বলেন, "এটা রেল বেচে দেওয়ার একটা পরিকল্পনা। মানুষকে মারো আর ভয় দেখাও। রেল বেসরকারিকরণের করে দাও। মানুষের জীবন নিয়ে যেভাবে খেলছে অত্যন্ত লজ্জার বিষয় ৷ অপদার্থ এই রেলমন্ত্রক। তীব্র ভাষায় ধিক্কার জানাই। রেলমন্ত্রীর পদত্যাগ নিয়ে দল সিদ্ধান্ত নেবে। নরেন্দ্র মোদির জন্য সাংসদ হয়েছে ৷ চাকরি বাঁচাতে তেল দিচ্ছে। সত্যি ঘটনা পার্লামেন্টে তলার ক্ষমতা নেই। আমাদের দল নিশ্চিতভাবে সরব হবে।" মানুষের জন্য তৃণমূল আবার প্রতিবাদ করবে বলেও উল্লেখ করেছন মেয়র। মঙ্গলবার হাওড়া-মুম্বই ট্রেন দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে ৷