Man drowned: রিল বানাতে গিয়ে অজয় নদে সলিল সমাধি এক যুবকের । শনিবার বিকেলে ঘটনাটি ঘটে জামুড়িয়ায় । মৃতের নাম শম্ভু মণ্ডল (22)। রবিবার আসানসোল জেলা হাসপাতালে বারাবনির খাসকুঠি এলাকার শম্ভুর দেহের ময়নাতদন্ত হয় । একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রের অস্থায়ী কর্মী ছিলেন । তিনি শনিবার বিকেলে বন্ধুদের সঙ্গে অজয় নদের বরকলা ঘাটে রিল বানাতে গিয়েছিলেন । নদীর জলে একটি পাথরে দাঁড়িয়ে তিনি রিল বানাচ্ছিলেন । সেখান থেকে পড়ে গিয়ে তিনি নদীতে তলিয়ে যান । স্থানীয় বাসিন্দারা ও পুলিশ উদ্ধারকাজ শুরু করে ৷ শনিবার রাতে উদ্ধার হয় দেহ । মৃতের বন্ধুরা জানিয়েছেন, শম্ভু মাঝে মাঝেই অজয় নদে যেতেন রিল বানাতে ।
রিল বানাতে গিয়ে অজয় নদে সলিল সমাধি যুবকের
Published : Jul 28, 2024, 2:36 PM IST
Man drowned: রিল বানাতে গিয়ে অজয় নদে সলিল সমাধি এক যুবকের । শনিবার বিকেলে ঘটনাটি ঘটে জামুড়িয়ায় । মৃতের নাম শম্ভু মণ্ডল (22)। রবিবার আসানসোল জেলা হাসপাতালে বারাবনির খাসকুঠি এলাকার শম্ভুর দেহের ময়নাতদন্ত হয় । একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রের অস্থায়ী কর্মী ছিলেন । তিনি শনিবার বিকেলে বন্ধুদের সঙ্গে অজয় নদের বরকলা ঘাটে রিল বানাতে গিয়েছিলেন । নদীর জলে একটি পাথরে দাঁড়িয়ে তিনি রিল বানাচ্ছিলেন । সেখান থেকে পড়ে গিয়ে তিনি নদীতে তলিয়ে যান । স্থানীয় বাসিন্দারা ও পুলিশ উদ্ধারকাজ শুরু করে ৷ শনিবার রাতে উদ্ধার হয় দেহ । মৃতের বন্ধুরা জানিয়েছেন, শম্ভু মাঝে মাঝেই অজয় নদে যেতেন রিল বানাতে ।