মুক্ত সংশোধনাগারের এক সাজাপ্রাপ্ত বন্দি কাজ করতে গিয়ে উধাও! তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। পুলিশসূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এলাকার বাসিন্দা শাহজাহান মিঞা ৷ 2000 সালে একটি খুনের ঘটনায় যাবজ্জীবন সাজা হয় তার। 24 বছর ধরে বালুরঘাট সংশোধনাগারে ছিলেন। চলতি বছরের জানুয়ারির 8 তারিখে বালুরঘাট সংশোধনাগার থেকে রায়গঞ্জ জেলা মুক্ত সংশোধনাগারে তাকে নিয়ে আসা হয়। শাহাজাহান শ্রমিকের কাজ করত। সোমবার দুপুরে শাহজাহান বাইরে কাজ করতে গেলে আর সংশোধনাগারে ফেরেনি। যার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশোধনাগারে। রায়গঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মুক্ত সংশোধনাগার থেকে উধাও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি
Published : Sep 4, 2024, 3:33 PM IST
মুক্ত সংশোধনাগারের এক সাজাপ্রাপ্ত বন্দি কাজ করতে গিয়ে উধাও! তার খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। পুলিশসূত্রে জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর এলাকার বাসিন্দা শাহজাহান মিঞা ৷ 2000 সালে একটি খুনের ঘটনায় যাবজ্জীবন সাজা হয় তার। 24 বছর ধরে বালুরঘাট সংশোধনাগারে ছিলেন। চলতি বছরের জানুয়ারির 8 তারিখে বালুরঘাট সংশোধনাগার থেকে রায়গঞ্জ জেলা মুক্ত সংশোধনাগারে তাকে নিয়ে আসা হয়। শাহাজাহান শ্রমিকের কাজ করত। সোমবার দুপুরে শাহজাহান বাইরে কাজ করতে গেলে আর সংশোধনাগারে ফেরেনি। যার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশোধনাগারে। রায়গঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।