ETV Bharat / snippets

আগামী 2 মাস ধর্মতলায় জমায়েত নিষিদ্ধ করল লালবাজার, মামলা হাইকোর্টে

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 26, 2024, 7:10 PM IST

Updated : Sep 26, 2024, 7:35 PM IST

ETV BHARAT
ধর্মতলায় জমায়েত নিষিদ্ধ করল লালবাজার (নিজস্ব চিত্র)

Lalbazar Guidelines: আগামী 25 সেপ্টেম্বর থেকে 23 নভেম্বর পর্যন্ত ধর্মতলার কাছে কেসি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত জমায়েত, মিছিল নিষিদ্ধ করেছে কলকাতা পুলিশ। কেন আচমকা নগরপাল মনোজ ভার্মার নির্দেশিকা, সে বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। পুজোর মুখে এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে জোড়া মামলা দায়ের হয়েছে৷ সিপিএম ছাত্র-মহিলা সংগঠন ও চিকিৎসকদের জয়েন্ট ফোরাম বিজ্ঞপ্তি খারিজের দাবিতে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে আবেদন করে। শুক্রবার শুনানি। আরজি করের প্রতিবাদে আন্দোলন, মিছিল বন্ধ করে নাগরিকদের নিয়ন্ত্রণ করতেই পুলিশের এই অতি সক্রিয়তা বলে অভিযোগ উঠেছে৷ সিপির বিজ্ঞপ্তিতে ওই সময়ে শহরে আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যকলাপ হতে পারে বলে বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের উল্লেখ রয়েছে।

Lalbazar Guidelines: আগামী 25 সেপ্টেম্বর থেকে 23 নভেম্বর পর্যন্ত ধর্মতলার কাছে কেসি দাস ক্রসিং থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত জমায়েত, মিছিল নিষিদ্ধ করেছে কলকাতা পুলিশ। কেন আচমকা নগরপাল মনোজ ভার্মার নির্দেশিকা, সে বিষয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। পুজোর মুখে এই নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে জোড়া মামলা দায়ের হয়েছে৷ সিপিএম ছাত্র-মহিলা সংগঠন ও চিকিৎসকদের জয়েন্ট ফোরাম বিজ্ঞপ্তি খারিজের দাবিতে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে আবেদন করে। শুক্রবার শুনানি। আরজি করের প্রতিবাদে আন্দোলন, মিছিল বন্ধ করে নাগরিকদের নিয়ন্ত্রণ করতেই পুলিশের এই অতি সক্রিয়তা বলে অভিযোগ উঠেছে৷ সিপির বিজ্ঞপ্তিতে ওই সময়ে শহরে আন্দোলনের নামে ধ্বংসাত্মক কার্যকলাপ হতে পারে বলে বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের উল্লেখ রয়েছে।

Last Updated : Sep 26, 2024, 7:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.