ETV Bharat / snippets

পুজোয় দুঃস্থদের মুখে হাসি ফোটাতে নতুন পোশাক বিলি কলকাতা পুরনিগমের

author img

By ETV Bharat Bangla Team

Published : 4 hours ago

Kolkata Municipal corporation
কলকাতা পুরনিগমের তরফে পোশাক বিলি অনুষ্ঠান (নিজস্ব ছবি)

কেউ অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন ৷ কেউ ক্ষীণ শরীর নিয়েই টানেন মাল বোঝাই ভ্যান । কারও মাথার উপর ছাদ নেই । উৎসবের দিনগুলোতে তাঁদের মুখে এবার হাসি ফোটাল কলকাতা পুরনিগম । পুরনিগমের সামাজিক ক্ষেত্র বিভাগের তরফে প্রায় 500 জনের বেশি দুঃস্থ পরিবারের হাতে শারদোৎসবের উপহার হিসেবে নতুন জামাকাপড় তুলে দেওয়া হয়েছে । কলকাতা পুরনিগম সূত্রে খবর, মেয়র ফিরহাদ হাকিমের আর্থিক সহায়তায় এই জামাকাপড়গুলি কেনা হয়েছে । সেই সমস্ত জিনিস পুজোর উপহার হিসেবে পাঠানো হয়েছে প্রতিটা বরোতে । এই প্রসঙ্গে সামাজিক ক্ষেত্র বিভাগের মেয়র পারিষদ সদস্য মিতালী বন্দ্যোপাধ্যায়ের কথায়, ওই সব দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটাতে পেরে ভালো লাগছে ।

কেউ অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন ৷ কেউ ক্ষীণ শরীর নিয়েই টানেন মাল বোঝাই ভ্যান । কারও মাথার উপর ছাদ নেই । উৎসবের দিনগুলোতে তাঁদের মুখে এবার হাসি ফোটাল কলকাতা পুরনিগম । পুরনিগমের সামাজিক ক্ষেত্র বিভাগের তরফে প্রায় 500 জনের বেশি দুঃস্থ পরিবারের হাতে শারদোৎসবের উপহার হিসেবে নতুন জামাকাপড় তুলে দেওয়া হয়েছে । কলকাতা পুরনিগম সূত্রে খবর, মেয়র ফিরহাদ হাকিমের আর্থিক সহায়তায় এই জামাকাপড়গুলি কেনা হয়েছে । সেই সমস্ত জিনিস পুজোর উপহার হিসেবে পাঠানো হয়েছে প্রতিটা বরোতে । এই প্রসঙ্গে সামাজিক ক্ষেত্র বিভাগের মেয়র পারিষদ সদস্য মিতালী বন্দ্যোপাধ্যায়ের কথায়, ওই সব দুঃস্থ মানুষের মুখে হাসি ফোটাতে পেরে ভালো লাগছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.