International Tiger Day 2024: বছরের পর বছর ধরে সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ছে । এর জেরে বেড়ে চলেছে সুন্দরবনে পর্যটকদের ভিড়। পাশাপাশি, সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ আরোহণকারীদের সমস্যাও বাড়ছে । সুন্দরবনে দীর্ঘদিন ধরে চোরাশিকারীদের বাড় বাড়ন্ত হলেও এই মুহূর্তে তা আর নেই। মূলত, তার একটি কারণ হল এলাকায় জিএফএমসি সদস্য ও এলাকার মানুষদের বনদফতরের সঙ্গে সৌজন্যপূর্ণ সম্পর্ক । দক্ষিণ 24 পরগনায় বন দফতরের উদ্যোগে সোমবার বিকালে ব্যাঘ্র দিবস পালন হয় কুলতলীর মৈপিঠ কোস্টাল থানার বৈকুন্ঠপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৷ এ দিন স্কুল পড়ুয়াদের ও এলাকার আদিবাসী শিল্পীদের নাচ ও স্থানীয় জিএফএমসি'র সদস্যদের পুরস্কৃত করে বন দফতর ।
দক্ষিণ 24 পরগনা বন দফতরের উদ্যোগে পালিত আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস
Published : Jul 29, 2024, 8:18 PM IST
International Tiger Day 2024: বছরের পর বছর ধরে সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ছে । এর জেরে বেড়ে চলেছে সুন্দরবনে পর্যটকদের ভিড়। পাশাপাশি, সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ আরোহণকারীদের সমস্যাও বাড়ছে । সুন্দরবনে দীর্ঘদিন ধরে চোরাশিকারীদের বাড় বাড়ন্ত হলেও এই মুহূর্তে তা আর নেই। মূলত, তার একটি কারণ হল এলাকায় জিএফএমসি সদস্য ও এলাকার মানুষদের বনদফতরের সঙ্গে সৌজন্যপূর্ণ সম্পর্ক । দক্ষিণ 24 পরগনায় বন দফতরের উদ্যোগে সোমবার বিকালে ব্যাঘ্র দিবস পালন হয় কুলতলীর মৈপিঠ কোস্টাল থানার বৈকুন্ঠপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৷ এ দিন স্কুল পড়ুয়াদের ও এলাকার আদিবাসী শিল্পীদের নাচ ও স্থানীয় জিএফএমসি'র সদস্যদের পুরস্কৃত করে বন দফতর ।