ETV Bharat / snippets

জুনিয়র ডাক্তারদের অনশনের 162 ঘণ্টা পার, রবিবার 12 ঘণ্টার কর্মবিরতি

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2024, 5:46 PM IST

8TH DAY OF HUNGER STRIKE
রবিবার 12 ঘণ্টা কর্মবিরতির ডাক আইএমএ-র ৷ (নিজস্ব চিত্র)

8th Day of Hunger Strike: অষ্টমদিনে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন ৷ 160 ঘণ্টা পেরিয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে শুক্রবার আইএমএ-র সর্বভারতীয় সভাপতি আর ভি অশোকান অনশনকারীদের সঙ্গে ধর্মতলায় দেখা করেছিলেন ৷ যেখানে তিনি জুনিয়র ডাক্তারদের দশদফা দাবিপূরণের স্বপক্ষে সওয়াল করেন ৷ জানিয়েছিলেন, জুনিয়র ডাক্তারদের দাবিগুলি মেনে নেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা নেই ৷ তবে, একসপ্তাহের উপর টানা অনশন নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন আইএমএ সভাপতি ৷ আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অনশন প্রত্যাহারের আবেদন জানিয়েছেন ৷ উল্লেখ্য, জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে রবিবার 12 ঘণ্টার জন্য ধর্মঘটের ডাক দিয়েছে আইএমএ ৷ যদিও, আইএমএ-র অ্যাকশন কমিটি গতকাল আশাপ্রকাশ করেছিলেন, 24 ঘণ্টার মধ্যে দাবিপূরণ হবে ৷

8th Day of Hunger Strike: অষ্টমদিনে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন ৷ 160 ঘণ্টা পেরিয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে শুক্রবার আইএমএ-র সর্বভারতীয় সভাপতি আর ভি অশোকান অনশনকারীদের সঙ্গে ধর্মতলায় দেখা করেছিলেন ৷ যেখানে তিনি জুনিয়র ডাক্তারদের দশদফা দাবিপূরণের স্বপক্ষে সওয়াল করেন ৷ জানিয়েছিলেন, জুনিয়র ডাক্তারদের দাবিগুলি মেনে নেওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা নেই ৷ তবে, একসপ্তাহের উপর টানা অনশন নিয়ে উদ্বেগপ্রকাশ করেছেন আইএমএ সভাপতি ৷ আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের অনশন প্রত্যাহারের আবেদন জানিয়েছেন ৷ উল্লেখ্য, জুনিয়র ডাক্তারদের পাশে দাঁড়িয়ে রবিবার 12 ঘণ্টার জন্য ধর্মঘটের ডাক দিয়েছে আইএমএ ৷ যদিও, আইএমএ-র অ্যাকশন কমিটি গতকাল আশাপ্রকাশ করেছিলেন, 24 ঘণ্টার মধ্যে দাবিপূরণ হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.