ETV Bharat / snippets

সোনারপুরের নাবালিকাকে খুঁজে বাড়ি ফেরাল রেল পুলিশ

author img

By ETV Bharat Bangla Team

Published : 14 hours ago

Howrah RPF
সোনারপুরের নাবালিকাকে খুঁজে বাড়ি ফেরাল আরপিএফ (নিজস্ব ছবি)

'লাপাতা ননহে' ভারতীয় রেল পুলিশের একটি বিশেষ উদ্যোগ । যার মাধ্যমে সোনারপুরের এক নাবালিকাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিলেন বালি স্টেশনের আরপিএফ আধিকারিকরা । আরপিএফ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের 10 সেপ্টেম্বর মায়ের সঙ্গে মনোমালিন্যের পর ওই নাবালিকা স্কুল থেকে আর বাড়ি ফেরেনি । শেষবার তাকে স্টেশনের কাছে স্কুলের পোশাক পরা অবস্থায় দেখা গিয়েছিল । নাবালিকার বাবা মেয়ের খোঁজে স্টেশন ইনচার্জ ও রেলওয়ে সুরক্ষা বাহিনীর দারস্থ হন ৷ রেলের আরপিএফ দলের দক্ষ ব্যবস্থার জন্য 11 সেপ্টেম্বর ভোরে নাবালিকাকে বালি স্টেশনে খুঁজে পাওয়া যায় । এরপর আরপিএফ নাবালিকার পরিচয় যাচাই করে আইনি প্রক্রিয়া মেনে তাকে পরিবারের হাতে তুলে দেয় ।

'লাপাতা ননহে' ভারতীয় রেল পুলিশের একটি বিশেষ উদ্যোগ । যার মাধ্যমে সোনারপুরের এক নাবালিকাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিলেন বালি স্টেশনের আরপিএফ আধিকারিকরা । আরপিএফ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের 10 সেপ্টেম্বর মায়ের সঙ্গে মনোমালিন্যের পর ওই নাবালিকা স্কুল থেকে আর বাড়ি ফেরেনি । শেষবার তাকে স্টেশনের কাছে স্কুলের পোশাক পরা অবস্থায় দেখা গিয়েছিল । নাবালিকার বাবা মেয়ের খোঁজে স্টেশন ইনচার্জ ও রেলওয়ে সুরক্ষা বাহিনীর দারস্থ হন ৷ রেলের আরপিএফ দলের দক্ষ ব্যবস্থার জন্য 11 সেপ্টেম্বর ভোরে নাবালিকাকে বালি স্টেশনে খুঁজে পাওয়া যায় । এরপর আরপিএফ নাবালিকার পরিচয় যাচাই করে আইনি প্রক্রিয়া মেনে তাকে পরিবারের হাতে তুলে দেয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.