ETV Bharat / bharat

রবি যোগে আজ সূর্যদেবের কৃপায় অর্থপ্রাপ্তি কাদের? জানুন রাশিফলে - Daily Horoscope for 29th September - DAILY HOROSCOPE FOR 29TH SEPTEMBER

Today's Horoscope in Bangla: আজ শুক্রবারের রাশিফলে রয়েছে একাধিক চমক ৷ শুভ যোগ, শুক্রবার ভাগ্যলক্ষ্মীর আশীর্বাদ আবার রয়েছে প্রেমময় জীবন ৷ কোন কোন রাশির জাতক-জাতিকরা আবার সমস্যায় জড়াবেন? আর তার প্রতিকারই বা কী? তা জানতে চোখ রাখুন ইটিভি ভারতের রাশিফলে ৷

Today's Horoscope in Bangla
রবিবারের রাশিফল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2024, 5:30 AM IST

মেষ: আপনি নিজের কাজ ও সম্পর্ক নিয়ে উত্তেজিত হয়ে আছেন। কর্মক্ষেত্রে, আপনি অন্যদের নিজের দলে যোগ দেওয়ার বিষয়ে প্রভাবিত করবেন। তবে, যেকোনো কাজ করার আগে আপনাকে সতর্ক হতে ও চিন্তাভাবনা করতে পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ অনেক সময় প্রত্যাশার বিপরীত ফল পাওয়া যেতে পারে এবং এর দায় আপনাকেই বহন করতে হবে।

বৃষ: পারিবারিক সমস্যা আজ আপনাকে ব্যস্ত রাখবে। আপনার মেজাজ ও পরিণত মানসিকতা আপনাকে মানসিক সমস্যার সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করবে। আপনার কর্মশক্তি ও উৎসাহ আংশিক প্রত্যাশিত ফল দেবে। আজ রাত্রে প্রেমের গভীর প্রকাশ অনুভব করার সম্ভাবনা আছে, তবে বেশীরভাগটা ভাষার মাধ্যমেই হবে।

মিথুন: আজ আপনি এক দীর্ঘস্থায়ী প্রেমের সম্পর্ক শুরু করবেন। সেইসঙ্গে, সারাদিনটাই আনন্দ ও উৎসাহে কাটবে। বিকালে আপনাকে বিরক্ত করা মানুষগুলিকে সফলভাবে এড়াতে পারবেন। সহিষ্ণুতা অভ্যাসের এটাই সঠিক পথ।

কর্কট: আপনি উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে পরিকল্পনা করবেন। যেকোনো পদক্ষেপ নেওয়ার আগে সতর্ক হবেন। বড় আকারের আর্থিক ক্ষতি থেকে রক্ষা পেতে দালাল ও এজেন্টদের থেকে সাবধান থাকবেন। আগে থাকতে সতর্ক হওয়ায় কোন ক্ষতি নেই।

সিংহ: নতুন প্রজেক্ট হাতে নেওয়ার ও নতুন চুক্তি স্বাক্ষর করার এটা সঠিক সময়। আপনার ব্যবসায়িক সামর্থ্যও এবার বাড়বে। আপনাকে বাড়তে থাকা প্রত্যাশার চাপ নিতে হবে; তবে প্রত্যাশা সেই মানুষদের কাছেই থাকে যারা সাফল্যের পথ নির্মাণ করার ক্ষমতা রাখে।

কন্যা: ভাগ্যদেবী আজ আপনার উপর প্রসন্ন আছেন। অনেক দূর থেকে, এমনকি বিদেশ থেকেও সুখবর পেতে পারেন। আজ প্রেম সম্পর্কিত বিষয়ে উদ্যোগী হওয়ার সম্ভাবনাও আছে। আজ আপনার দৃষ্টিভঙ্গি বিভ্রান্তিমুক্ত থাকবে।

তুলা: আশাবাদী ও ইতিবাচক মানসিকতা আজ আপনার সারাদিনের সঙ্গী। তাই আজ যেখানেই যান এদের সঙ্গে রাখুন। আজ কাজের জায়গায় আপনি একটু বেশিই সাবধান থাকবেন, তবে সেটা আপনাকে আগলেই রাখবে। আজ দিনটাই এমন যখন আপনি কিছুতেই কর্মজীবন নিয়ে দুশ্চিন্তা আটকে রাখতে পারবেন না।

বৃশ্চিক: আজকের দিনটা প্রেমে ভরে থাকবে। তীব্র অনুভূতি আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে। কাজের জায়গায় অবস্থা আগের থেকে ভালো হবে। তবে, প্রেমের সম্পর্কে গভীর আবেগের থেকে কঠিন যৌক্তিকতা বেশী শক্তিশালী থাকবে। তবে দুঃখ না পেয়ে লুকিয়ে থাকা সমস্যা সৃষ্টিকারী বিষয়গুলি খুঁজে বের করুন।

ধনু: সমস্ত ব্যবসায়ী ও উদ্যোগপতিদের জন্য আজ এক লাভজনক ও ফলদায়ক দিন। দিনের শেষের দিকে অর্থনৈতিক সংস্থাগুলি থেকে লোনের অনুমোদন পাওয়া যেতে পারে। সন্ধ্যায় প্রিয়জনদের সঙ্গে সময় কাটাবেন।

মকর: কাজের চাপ ক্রমশ বাড়ছে, আর আপনার পক্ষে এই চাপ সহ্য করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। সময়সীমা পার হতে চলেছে, কিন্তু প্রচুর কাজ বাকি থেকে গেছে। তবে এগুলির কোনটিই আপনার কর্মশক্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না বা আপনাকে ব্যর্থ করতে পারবে না। আপনি পুরো শক্তি দিয়ে লড়াই করবেন, সেইসঙ্গে সামনে এগিয়ে যাওয়ার জন্য সঠিক পথটিও বেছে নেবেন।

কুম্ভ: মাঝেমাঝে এমন সময় আসে যখন কিছুই আপনার পরিকল্পনামাফিক হয় না আর শেষ পর্যন্ত স্রেফ হতাশাতেই পরিণত হয়। আজ যদি এমনই একটি প্রতিকূল দিন হয়, আগে থাকতে প্রস্তুত থাকুন। কর্মক্ষেত্রের সমস্যাগুলি ধৈর্য, পরিশ্রম ও ইতিবাচক মনোভাব দিয়ে সমাধান করুন।

মীন: রোজের বিরক্তিকর কাজ নিয়ে অপেক্ষা করছে আজকের গতানুগতিক দিনটি। বারংবার করে আসা কাজে আজ আর উৎসাহ পাবেন না। বিকালের পরে এর মোকাবিলা করার জন্য অনেক বেশী ইতিবাচক মনোভাব ফিরে পাবেন ও প্রস্তুত হতে পারবেন।

মেষ: আপনি নিজের কাজ ও সম্পর্ক নিয়ে উত্তেজিত হয়ে আছেন। কর্মক্ষেত্রে, আপনি অন্যদের নিজের দলে যোগ দেওয়ার বিষয়ে প্রভাবিত করবেন। তবে, যেকোনো কাজ করার আগে আপনাকে সতর্ক হতে ও চিন্তাভাবনা করতে পরামর্শ দেওয়া হচ্ছে, কারণ অনেক সময় প্রত্যাশার বিপরীত ফল পাওয়া যেতে পারে এবং এর দায় আপনাকেই বহন করতে হবে।

বৃষ: পারিবারিক সমস্যা আজ আপনাকে ব্যস্ত রাখবে। আপনার মেজাজ ও পরিণত মানসিকতা আপনাকে মানসিক সমস্যার সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করবে। আপনার কর্মশক্তি ও উৎসাহ আংশিক প্রত্যাশিত ফল দেবে। আজ রাত্রে প্রেমের গভীর প্রকাশ অনুভব করার সম্ভাবনা আছে, তবে বেশীরভাগটা ভাষার মাধ্যমেই হবে।

মিথুন: আজ আপনি এক দীর্ঘস্থায়ী প্রেমের সম্পর্ক শুরু করবেন। সেইসঙ্গে, সারাদিনটাই আনন্দ ও উৎসাহে কাটবে। বিকালে আপনাকে বিরক্ত করা মানুষগুলিকে সফলভাবে এড়াতে পারবেন। সহিষ্ণুতা অভ্যাসের এটাই সঠিক পথ।

কর্কট: আপনি উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে পরিকল্পনা করবেন। যেকোনো পদক্ষেপ নেওয়ার আগে সতর্ক হবেন। বড় আকারের আর্থিক ক্ষতি থেকে রক্ষা পেতে দালাল ও এজেন্টদের থেকে সাবধান থাকবেন। আগে থাকতে সতর্ক হওয়ায় কোন ক্ষতি নেই।

সিংহ: নতুন প্রজেক্ট হাতে নেওয়ার ও নতুন চুক্তি স্বাক্ষর করার এটা সঠিক সময়। আপনার ব্যবসায়িক সামর্থ্যও এবার বাড়বে। আপনাকে বাড়তে থাকা প্রত্যাশার চাপ নিতে হবে; তবে প্রত্যাশা সেই মানুষদের কাছেই থাকে যারা সাফল্যের পথ নির্মাণ করার ক্ষমতা রাখে।

কন্যা: ভাগ্যদেবী আজ আপনার উপর প্রসন্ন আছেন। অনেক দূর থেকে, এমনকি বিদেশ থেকেও সুখবর পেতে পারেন। আজ প্রেম সম্পর্কিত বিষয়ে উদ্যোগী হওয়ার সম্ভাবনাও আছে। আজ আপনার দৃষ্টিভঙ্গি বিভ্রান্তিমুক্ত থাকবে।

তুলা: আশাবাদী ও ইতিবাচক মানসিকতা আজ আপনার সারাদিনের সঙ্গী। তাই আজ যেখানেই যান এদের সঙ্গে রাখুন। আজ কাজের জায়গায় আপনি একটু বেশিই সাবধান থাকবেন, তবে সেটা আপনাকে আগলেই রাখবে। আজ দিনটাই এমন যখন আপনি কিছুতেই কর্মজীবন নিয়ে দুশ্চিন্তা আটকে রাখতে পারবেন না।

বৃশ্চিক: আজকের দিনটা প্রেমে ভরে থাকবে। তীব্র অনুভূতি আপনাকে ভাসিয়ে নিয়ে যাবে। কাজের জায়গায় অবস্থা আগের থেকে ভালো হবে। তবে, প্রেমের সম্পর্কে গভীর আবেগের থেকে কঠিন যৌক্তিকতা বেশী শক্তিশালী থাকবে। তবে দুঃখ না পেয়ে লুকিয়ে থাকা সমস্যা সৃষ্টিকারী বিষয়গুলি খুঁজে বের করুন।

ধনু: সমস্ত ব্যবসায়ী ও উদ্যোগপতিদের জন্য আজ এক লাভজনক ও ফলদায়ক দিন। দিনের শেষের দিকে অর্থনৈতিক সংস্থাগুলি থেকে লোনের অনুমোদন পাওয়া যেতে পারে। সন্ধ্যায় প্রিয়জনদের সঙ্গে সময় কাটাবেন।

মকর: কাজের চাপ ক্রমশ বাড়ছে, আর আপনার পক্ষে এই চাপ সহ্য করা খুবই কঠিন হয়ে যাচ্ছে। সময়সীমা পার হতে চলেছে, কিন্তু প্রচুর কাজ বাকি থেকে গেছে। তবে এগুলির কোনটিই আপনার কর্মশক্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না বা আপনাকে ব্যর্থ করতে পারবে না। আপনি পুরো শক্তি দিয়ে লড়াই করবেন, সেইসঙ্গে সামনে এগিয়ে যাওয়ার জন্য সঠিক পথটিও বেছে নেবেন।

কুম্ভ: মাঝেমাঝে এমন সময় আসে যখন কিছুই আপনার পরিকল্পনামাফিক হয় না আর শেষ পর্যন্ত স্রেফ হতাশাতেই পরিণত হয়। আজ যদি এমনই একটি প্রতিকূল দিন হয়, আগে থাকতে প্রস্তুত থাকুন। কর্মক্ষেত্রের সমস্যাগুলি ধৈর্য, পরিশ্রম ও ইতিবাচক মনোভাব দিয়ে সমাধান করুন।

মীন: রোজের বিরক্তিকর কাজ নিয়ে অপেক্ষা করছে আজকের গতানুগতিক দিনটি। বারংবার করে আসা কাজে আজ আর উৎসাহ পাবেন না। বিকালের পরে এর মোকাবিলা করার জন্য অনেক বেশী ইতিবাচক মনোভাব ফিরে পাবেন ও প্রস্তুত হতে পারবেন।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.