সাবর্ণ পাড়া বড়িশা সর্বজনীনের এবারের থিম 'রুদ্রাণী' - Durga Puja 2024
🎬 Watch Now: Feature Video
Barisha Club Durga Puja 2024: প্রকৃতির কোমল সৃষ্টি নারী। তাঁরা এই বিশ্ব সংসারকে নিজেদের কাঁধে বহন করে নিয়ে চলেন। আর সেই নারীই বিপন্ন। নিম্ন রুচি আর নিম্ন মানসিকতার পায়ের তলায় আটকে গিয়েছে তাঁদের নিরাপত্তা। ভ্রূণ হত্যা থেকে শুরু করে নানারকমের নির্যাতন এখন তাঁদের সারা জীবনের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। এতকিছুর বিরুদ্ধে তাঁদের লড়াই । এই সম্ভ্রমের, অস্তিত্বের, অধিকারের, নিরাপত্তার। কিন্তু কার কাছে গেলে পাওয়া যাবে নিরাপত্তা? সমাজ, প্রকৃতি নাকি সৃষ্টিকর্তা? সাবর্ণ পাড়া বড়িশা সর্বজনীন দুর্গোৎসব সমিতি মনে করে, সময় এসেছে কোমল খোলস ছেড়ে গর্জে ওঠার।
নিজের অধিকার বুঝে নেওয়ার। চোখ থেকে জল নয়, ঝরাতে হবে আগুন। সেই আগুনেই পুড়িয়ে দিতে হবে নৃশংসতা এবং পাশবিকতাকে। রুদ্ররূপী নারী শক্তির হাতেই হবে অশুভ শক্তির বিনাশ। তাই সাবর্ণ পাড়া বড়িশা সর্বজনীন দুর্গোৎসব সমিতির 76তম বর্ষে এবারের থিম 'রুদ্রাণী' । এমনই জানালেন সদস্য তন্ময় চট্টোপাধ্যায়।
মণ্ডপ শিল্পী অনিমেষ দাস। প্রতিমা গড়ছেন সৌমেন পাল। চলতি বছর প্যান্ডেলের থেকেও বেশি জোর দেওয়া হচ্ছে মূর্তির উপরে, জানালেন তন্ময় চট্টোপাধ্যায়। লোহার কাঠামোর উপরে মাটি আর ফাইবার দিয়ে প্রতিমা তৈরি হচ্ছে। তাতে থাকবে থ্রিডি ফিনিশ। 360 ডিগ্রি কোণেও দেখা যাবে মায়ের প্রতিমা। লোহা, নেট, প্লাইউড, চায়ের কাপ দিয়ে তৈরি হচ্ছে প্যান্ডেল। এই পুজোকে কেন্দ্র করে প্রতি বছরি একটি মেলা বসে। যেখানে নানা রকমের দোকান থেকে শুরু করে থাকে রাইডিং। 4 অক্টোবর উদ্বোধন হতে চলেছে এই পুজোর।