জামালদহ চা বাগান থেকে উদ্ধার এক তরুণীর অর্ধদগ্ধ দেহ । শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের 208 নম্বর উছলপুকুরি এলাকায় । পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃতার নাম লাইজু খাতুন ওরফে শাহেনা । বয়স 19 বছর । মৃতার বাবা সহিদুল রহমান জানিয়েছেন, এদিন দুপুরের পর থেকে মেয়ে নিখোঁজ ছিল । পরে সন্ধ্যায় ওই যুবিতীর দগ্ধ দেহ দেখতে পান স্থানীয়রা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মেখলিগঞ্জ থানার ওসি রাহুল তালুকদার-সহ উচ্চ পদস্থ কর্তারা । দেহটি বাড়ির লোক শনাক্ত করেছে। তরুণীর মৃত্যু ঘিরে রহস্য ঘনিয়েছে । ঠিক কীভাবে মৃত্যু হল তরুণীর, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ।
জামালদহ চা বাগানে উদ্ধার তরুণীর অর্ধদগ্ধ দেহ, চাঞ্চল্য কোচবিহারে
Published : Jun 30, 2024, 8:50 AM IST
জামালদহ চা বাগান থেকে উদ্ধার এক তরুণীর অর্ধদগ্ধ দেহ । শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের 208 নম্বর উছলপুকুরি এলাকায় । পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃতার নাম লাইজু খাতুন ওরফে শাহেনা । বয়স 19 বছর । মৃতার বাবা সহিদুল রহমান জানিয়েছেন, এদিন দুপুরের পর থেকে মেয়ে নিখোঁজ ছিল । পরে সন্ধ্যায় ওই যুবিতীর দগ্ধ দেহ দেখতে পান স্থানীয়রা ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন মেখলিগঞ্জ থানার ওসি রাহুল তালুকদার-সহ উচ্চ পদস্থ কর্তারা । দেহটি বাড়ির লোক শনাক্ত করেছে। তরুণীর মৃত্যু ঘিরে রহস্য ঘনিয়েছে । ঠিক কীভাবে মৃত্যু হল তরুণীর, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ।