ETV Bharat / snippets

বাঁকুড়ায় 5টি বুথে ইভিএমে বিজেপির ট্যাগ, রিপোর্ট চাইল কমিশন

Lok Sabha Election 2024 Phase 6 Voting
ইভিএম-এ বিজেপির ট্যাগ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 25, 2024, 9:55 AM IST

Lok Sabha Election 2024 Phase 6 Voting: রাজ্যজুড়ে ষষ্ঠদফায় চলছে আট কেন্দ্রে নির্বাচন ৷ পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক, মেদিনীপুর, ঘাটালেসকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে ৷ এরই মাঝে বাঁকুড়ার 5টি বুথে (56, 58, 60, 61 ও 62) নম্বর বুথে 5টি ইভিএম-এ বিজেপির ট্যাগের অভিযোগ উঠেছে । তৃণমূল অভিযোগ করেছে ইভিএমে কারচুপি করে ভোট লুটের চেষ্টা করছে বিজেপি ৷ অভিযোগ পেয়ে তৎপর হয়ে নির্বাচন কমিশন রিপোর্ট চায় ৷ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, কমিশনিংয়ের সময় শুধুমাত্র একটি রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত থাকায় তিনি অ্যাড্রেস ট্যাগে সই করেন। পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন ৷

Lok Sabha Election 2024 Phase 6 Voting: রাজ্যজুড়ে ষষ্ঠদফায় চলছে আট কেন্দ্রে নির্বাচন ৷ পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক, মেদিনীপুর, ঘাটালেসকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে ৷ এরই মাঝে বাঁকুড়ার 5টি বুথে (56, 58, 60, 61 ও 62) নম্বর বুথে 5টি ইভিএম-এ বিজেপির ট্যাগের অভিযোগ উঠেছে । তৃণমূল অভিযোগ করেছে ইভিএমে কারচুপি করে ভোট লুটের চেষ্টা করছে বিজেপি ৷ অভিযোগ পেয়ে তৎপর হয়ে নির্বাচন কমিশন রিপোর্ট চায় ৷ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, কমিশনিংয়ের সময় শুধুমাত্র একটি রাজনৈতিক দলের প্রতিনিধি উপস্থিত থাকায় তিনি অ্যাড্রেস ট্যাগে সই করেন। পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠিয়েছে কমিশন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.