ETV Bharat / state

ফের বোমাতঙ্ক ! তড়িঘড়ি বিমানের জরুরি অবতরণ কলকাতা বিমানবন্দরে

বিমান তখন মাঝ-আকাশে, যখন বোমা রাখার খবর আসে ৷ সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে কর্তৃপক্ষ ৷ কলকাতা বিমানবন্দরে যাত্রীদের সুরক্ষিতভাবে অবতরণ করানো হয় ৷

Kolkata airport
কলকাতা বিমানবন্দর (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

কলকাতা, 22 অক্টোবর: সোমবারের পর মঙ্গলবার ফের বিমানে বোমাতঙ্ক ৷ আকাসা এয়ারওয়েজের বিমানে বোমাতঙ্ক ছড়ানোর পরই তড়িঘড়ি বিমানটিকে জরুরি অবতরণ করানো হল কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ৷ এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বিমানের যাত্রীদের মধ্যে ৷

কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ৷ পুনে থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিল আকাসা এয়ারওয়েজের বিমানটি । সেটি যখন মাঝ-আকাশে সেই সময় একজন কলকাতা বিমানবন্দরকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন ৷ তাতে বলা হয়, পুনে থেকে কলকাতাগামী বিমানে বোমা রাখা আছে । সেই পোস্ট দেখার পরই তড়িঘড়ি বিমানবন্দর কর্তৃপক্ষ এটিসির সঙ্গে যোগাযোগ করে এবং বিমানটিকে সুরক্ষিতভাবে অবতরণ করানো হয় কলকাতা বিমানবন্দরে । যাত্রীরা প্রত্যেকেই সুরক্ষিত আছেন বলে জানা গিয়েছে ।

বিমান যখন অবতরণ করে সেই সময় আগে থেকেই সেখানে দমকল উপস্থিত ছিল ৷ যাত্রীদের সুরক্ষার অন্যান্য সমস্তরকম ব্যবস্থাও করা হয়েছিল ৷ তবে কোনওরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি কলকাতা বিমানবন্দরে । এই এক্স পোস্ট ভুয়ো বলেই মনে করা হচ্ছে ৷ কিন্তু এরকম পোস্ট কে করল, কোথা থেকে এল, এই সমস্ত বিষয় ইতিমধ্যেই খতিয়ে দেখছে বিমানবন্দর কর্তৃপক্ষ । তবে বিমানে প্রাথমিকভাবে বোমাজাতীয় কিছু পাওয়া যায়নি বলে বিমানবন্দর সূত্রে খবর ।

প্রসঙ্গত, সোমবার কলকাতা বিমানবন্দরে হুমকি ফোন এসেছিল ৷ তাতে বলা হয়েছিল, মাঝ-আকাশে হাইজ্যাক করা হবে বিমান ৷ উড়ানে রাখা রয়েছে হাইড্রোজেন বোমা ৷ ওই ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছিল কলকাতা বিমানবন্দর ৷ বিমানবন্দরের ই-পোর্টালের ল্যান্ডলাইন নম্বরে এই হুমকি ফোন এসেছিল । এই হুমকি ফোন পাওয়ার পরই তড়িঘড়ি উচ্চপর্যায়ের বৈঠকে বসেন কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ও সিআইএসএফ পুলিশ । এরপর ফের মঙ্গলবার কলকাতাগামী বিমানে বোমাতঙ্ক ছড়াল ৷

কলকাতা, 22 অক্টোবর: সোমবারের পর মঙ্গলবার ফের বিমানে বোমাতঙ্ক ৷ আকাসা এয়ারওয়েজের বিমানে বোমাতঙ্ক ছড়ানোর পরই তড়িঘড়ি বিমানটিকে জরুরি অবতরণ করানো হল কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে ৷ এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে বিমানের যাত্রীদের মধ্যে ৷

কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ৷ পুনে থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিল আকাসা এয়ারওয়েজের বিমানটি । সেটি যখন মাঝ-আকাশে সেই সময় একজন কলকাতা বিমানবন্দরকে ট্যাগ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন ৷ তাতে বলা হয়, পুনে থেকে কলকাতাগামী বিমানে বোমা রাখা আছে । সেই পোস্ট দেখার পরই তড়িঘড়ি বিমানবন্দর কর্তৃপক্ষ এটিসির সঙ্গে যোগাযোগ করে এবং বিমানটিকে সুরক্ষিতভাবে অবতরণ করানো হয় কলকাতা বিমানবন্দরে । যাত্রীরা প্রত্যেকেই সুরক্ষিত আছেন বলে জানা গিয়েছে ।

বিমান যখন অবতরণ করে সেই সময় আগে থেকেই সেখানে দমকল উপস্থিত ছিল ৷ যাত্রীদের সুরক্ষার অন্যান্য সমস্তরকম ব্যবস্থাও করা হয়েছিল ৷ তবে কোনওরকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি কলকাতা বিমানবন্দরে । এই এক্স পোস্ট ভুয়ো বলেই মনে করা হচ্ছে ৷ কিন্তু এরকম পোস্ট কে করল, কোথা থেকে এল, এই সমস্ত বিষয় ইতিমধ্যেই খতিয়ে দেখছে বিমানবন্দর কর্তৃপক্ষ । তবে বিমানে প্রাথমিকভাবে বোমাজাতীয় কিছু পাওয়া যায়নি বলে বিমানবন্দর সূত্রে খবর ।

প্রসঙ্গত, সোমবার কলকাতা বিমানবন্দরে হুমকি ফোন এসেছিল ৷ তাতে বলা হয়েছিল, মাঝ-আকাশে হাইজ্যাক করা হবে বিমান ৷ উড়ানে রাখা রয়েছে হাইড্রোজেন বোমা ৷ ওই ঘটনায় হুলস্থুল পড়ে গিয়েছিল কলকাতা বিমানবন্দর ৷ বিমানবন্দরের ই-পোর্টালের ল্যান্ডলাইন নম্বরে এই হুমকি ফোন এসেছিল । এই হুমকি ফোন পাওয়ার পরই তড়িঘড়ি উচ্চপর্যায়ের বৈঠকে বসেন কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ও সিআইএসএফ পুলিশ । এরপর ফের মঙ্গলবার কলকাতাগামী বিমানে বোমাতঙ্ক ছড়াল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.