কল্যাণী, 22 অক্টোবর: 2023 সালে অস্ত্রোপচার করে কৃত্রিম যোনিদ্বার প্রতিস্থাপন করেছিলেন কল্যাণী জেএনএম হাসপাতালের চিকিৎসকরা ৷ এক বছর পর সেই অস্ত্রোপচার সফল হল ৷ 21 বছরের ওই মহিলা সোমবার রাতে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন ৷ যা এক অনন্য সাফল্য বলে জানাচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসক মৃগাঙ্কমৌলী সাহা ৷
জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের ধাত্রিগ্রামের বাসিন্দা ওই মহিলার জন্ম থেকেই মলদ্বার এবং যোনিদ্বার ছিল না ৷ ক্যাথিডার বা নল দিয়ে মলত্যাগ করানো হত তাঁকে ৷ 2015 সালে, 11 বছর বয়সে কলকাতায় এসএসকেএম হাসপাতালে অস্ত্রোপচার করে মলদ্বার প্রতিস্থাপন করেন চিকিৎসকরা ৷ কিন্তু, প্রয়োজন না-থাকায় সেই সময় যোনিদ্বার প্রতিস্থাপন করা হয়নি ৷ তবে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর পরিবার তাঁর বিয়ের ব্যবস্থা করে ৷ সেই সময় আবারও এসএসকেএম হাসপাতালের দ্বারস্থ হন তাঁরা ৷ তবে, এসএসকেএমের চিকিৎসক তাঁকে কল্যাণী জেএনএম হাসপাতালের প্রসূতি বিভাগের চিকিৎসক মৃগাঙ্কমৌলী সাহার কাছে পাঠান ৷
2023 সালে কল্যাণী জেএনএম হাসপাতালে জটিল অস্ত্রোপচারের মাধ্যমে কৃত্রিম যোনি প্রতিস্থাপন করেন চিকিৎসকরা ৷ কৃত্রিম যোনিদ্বারকে জরায়ুর সঙ্গে যুক্ত করেন তাঁরা ৷ তবে, অস্ত্রোপচার সফল হয়েছে কি না, তা তখনই বোঝা সম্ভব হয়নি ৷ কারণ, ওই মহিলা যতদিন না গর্ভবতী হচ্ছিলেন এবং তাঁর সন্তান সুস্থভাবে জন্ম নিচ্ছিল, ততদিন সেই অস্ত্রোপচারের সাফল্য নিয়ে সংশয় ছিল ৷
অস্ত্রোপচারের পর মহিলা গর্ভবতী হন ৷ তারপর সোমবার রাতে জেএনএম হাসপাতালেই একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি ৷ আর তারপরেই চিকিৎসক মৃগাঙ্কমৌলী সাহা জানিয়েছেন, এক বছর আগে তাঁর নেতৃত্বে কৃত্রিম যোনিদ্বার প্রতিস্থাপনের অস্ত্রোপচার সফল হয়েছে ৷ চিকিৎসকের কথায়, ওই মহিলার যে সমস্যা ছিল, তা এক লক্ষ মানুষের মধ্যে একজনের শরীরে দেখা যায় ৷ বেসরকারি হাসপাতালে এই অস্ত্রোপচারের খরচ অনেক ৷ সেখানে রাজ্যের সরকারি হাসপাতালে এই অস্ত্রোপচার হওয়া এবং সন্তানের প্রসব অনেক বড় সাফল্য বলে জানাচ্ছেন চিকিৎসকরা ৷
চিকিৎসক মৃগাঙ্কমৌলী সাহা বলেন, "আমরা এক বছর আগে জরায়ুতে অস্ত্রোপচার করে কৃত্রিম যোনিদ্বার প্রতিস্থাপন করেছিলাম ৷ কিন্তু, সেই অস্ত্রোপচার যে সফল হয়েছিল, তা আজ প্রমাণ হয়েছে ৷ কারণ, আমরা যেভাবে ওই অস্ত্রোপচার করেছিলাম, তার মূল লক্ষ্য ছিল মহিলার গর্ভে সন্তান নিয়ে আসা ৷ সেই সমস্যার সমাধান করতে পেরে আমরাও আনন্দিত ৷"