ফের বাতিল মৈত্রী এক্সপ্রেস ৷ আগামিকালও মিলবে না পরিষেবা ৷ বাংলাদেশে ছাত্র বিক্ষোভের জেরে লাগাতার দুই দেশ থেকেই মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের পরিষেবা বন্ধ রাখা হচ্ছে ৷ ফলে, ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের । বর্তমানে অনেকটাই স্বাভাবিকভাবে বাংলাদেশের পরিস্থিতি । তবুও দুই বাংলার যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই মৈত্রী এক্সপ্রেসের পরিষেবা আপাতত বন্ধ রাখা হচ্ছে ৷ দুই দেশের মধ্যে মূলত চিকিৎসা, পড়াশোনা, পর্যটন এবং অন্য কারণে এই ট্রেনগুলির চাহিদা তুঙ্গে থাকে । 13108 কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী একপ্রেস বাতিল করা হয়েছে। অন্যদিকে 13110 ঢাকা থেকে কলকাতা আসার মৈত্রী এক্সপ্রেস বাতিল করা হয়েছে । ফিরিয়ে দেওয়া হবে টিকিটের পুরো টাকা।
লাগাতার বাতিল হচ্ছে মৈত্রী এক্সপ্রেস; শনিবারও মিলবে না পরিষেবা
Published : Aug 2, 2024, 6:00 PM IST
ফের বাতিল মৈত্রী এক্সপ্রেস ৷ আগামিকালও মিলবে না পরিষেবা ৷ বাংলাদেশে ছাত্র বিক্ষোভের জেরে লাগাতার দুই দেশ থেকেই মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের পরিষেবা বন্ধ রাখা হচ্ছে ৷ ফলে, ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের । বর্তমানে অনেকটাই স্বাভাবিকভাবে বাংলাদেশের পরিস্থিতি । তবুও দুই বাংলার যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখেই মৈত্রী এক্সপ্রেসের পরিষেবা আপাতত বন্ধ রাখা হচ্ছে ৷ দুই দেশের মধ্যে মূলত চিকিৎসা, পড়াশোনা, পর্যটন এবং অন্য কারণে এই ট্রেনগুলির চাহিদা তুঙ্গে থাকে । 13108 কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী একপ্রেস বাতিল করা হয়েছে। অন্যদিকে 13110 ঢাকা থেকে কলকাতা আসার মৈত্রী এক্সপ্রেস বাতিল করা হয়েছে । ফিরিয়ে দেওয়া হবে টিকিটের পুরো টাকা।