যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকে লক্ষ্য রেখে বিভিন্ন স্টেশনে 71টি চলমান সিঁড়ি বসাতে চলেছে পূর্ব রেল ৷ শনিবার পূর্ব রেলের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে আসানসোল বিভাগের 4টি স্টেশনে 9টি, হাওড়া বিভাগের 10টি স্টেশনে 26টি, মালদা বিভাগের 5টি স্টেশনে 10টি, শিয়ালদা বিভাগের 12টি স্টেশনে 26টি চলমান সিঁড়ি বসানো হবে ৷ নিত্যযাত্রী থেকে শুরু করে বিশেষভাবে সক্ষম যাত্রীদের কথা ভেবেই এই উদ্যোগ নিয়েছে পূর্ব রেল ৷ অনেক সময় দেখা যায় স্টেশনে গেলে ভারী মালপত্র থাকলে যাত্রীদের যাতায়াতে সমস্যা হয় ৷ চলমান সিঁড়ি বসানো হলে সেই সমস্যার সমাধান হয়ে যাবে এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্য আরও বাড়বে ৷
যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন স্টেশনে 71টি চলমান সিঁড়ি বসাতে চলেছে পূর্ব রেল
Published : Jun 29, 2024, 6:04 PM IST
যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকে লক্ষ্য রেখে বিভিন্ন স্টেশনে 71টি চলমান সিঁড়ি বসাতে চলেছে পূর্ব রেল ৷ শনিবার পূর্ব রেলের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে আসানসোল বিভাগের 4টি স্টেশনে 9টি, হাওড়া বিভাগের 10টি স্টেশনে 26টি, মালদা বিভাগের 5টি স্টেশনে 10টি, শিয়ালদা বিভাগের 12টি স্টেশনে 26টি চলমান সিঁড়ি বসানো হবে ৷ নিত্যযাত্রী থেকে শুরু করে বিশেষভাবে সক্ষম যাত্রীদের কথা ভেবেই এই উদ্যোগ নিয়েছে পূর্ব রেল ৷ অনেক সময় দেখা যায় স্টেশনে গেলে ভারী মালপত্র থাকলে যাত্রীদের যাতায়াতে সমস্যা হয় ৷ চলমান সিঁড়ি বসানো হলে সেই সমস্যার সমাধান হয়ে যাবে এবং যাত্রীদের স্বাচ্ছন্দ্য আরও বাড়বে ৷