ETV Bharat / snippets

ফের ভূমিকম্প ! চলতি বছরে তিনবার কাঁপল উত্তরবঙ্গ

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2024, 9:36 PM IST

EARTHQUAKE IN NORTH BENGAL
ভূমিকম্পের প্রতীকী ছবি (ইটিভি ভারত)

ফের ভূমিকম্প উত্তরবঙ্গে ৷ শুক্রবার সন্ধ্যা 7টা 58 মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয় ভারত-ভূটান সীমান্তের জয়গাঁ-সহ জলপাইগুড়িতে ৷ জানা গিয়েছে, এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ভুটান । রিখটার স্কেলে তীব্রতা ছিল 4.4 এবং গভীরতা ছিল 5 কিলোমিটার । গত 23 অগস্ট রাতেও ভূমিকম্প অনুভূত হয়েছিল । সেবারও কেন্দ্রস্থল ছিল ভুটান ৷ রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 4.1 । জানা গিয়েছে, উত্তরবঙ্গ সিসমিক জোন চারে অবস্থান করছে । ফলে এই এলাকায় ভূমিকম্পের একটা আশঙ্কা থেকেই যায় । সাম্প্রতিককালে ভূমিকম্পের সর্বাধিক এপিসেন্টার ছিল নেপাল, ভুটান ও বাংলাদেশ-সহ উত্তর-পূর্ব ভারতের একাংশ । চলতি বছর এই নিয়ে তৃতীয়বার ভূমিকম্প হল উত্তরবঙ্গে ।

ফের ভূমিকম্প উত্তরবঙ্গে ৷ শুক্রবার সন্ধ্যা 7টা 58 মিনিট নাগাদ এই ভূমিকম্প অনুভূত হয় ভারত-ভূটান সীমান্তের জয়গাঁ-সহ জলপাইগুড়িতে ৷ জানা গিয়েছে, এই ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ভুটান । রিখটার স্কেলে তীব্রতা ছিল 4.4 এবং গভীরতা ছিল 5 কিলোমিটার । গত 23 অগস্ট রাতেও ভূমিকম্প অনুভূত হয়েছিল । সেবারও কেন্দ্রস্থল ছিল ভুটান ৷ রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 4.1 । জানা গিয়েছে, উত্তরবঙ্গ সিসমিক জোন চারে অবস্থান করছে । ফলে এই এলাকায় ভূমিকম্পের একটা আশঙ্কা থেকেই যায় । সাম্প্রতিককালে ভূমিকম্পের সর্বাধিক এপিসেন্টার ছিল নেপাল, ভুটান ও বাংলাদেশ-সহ উত্তর-পূর্ব ভারতের একাংশ । চলতি বছর এই নিয়ে তৃতীয়বার ভূমিকম্প হল উত্তরবঙ্গে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.