চেন্নাই, 20 সেপ্টেম্বর: দ্বিতীয় নতুন বল হাতে আসতেই, ভারতের লোয়ার-মিডল অর্ডার ও লোয়ার অর্ডারকে দ্রুত প্যাভিলিয়নে ফেরাল বাংলাদেশের পেস ব্যাটারি ৷ চেন্নাই টেস্টের দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টাতেই 4 উইকেট তুলে নেয় বাংলাদেশ ৷ তরুণ হাসান মাহমুদ 5 উইকেট নিলেন ৷ প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ভারতের মাটিতে 5 উইকেট নিলেন তিনি ৷ অন্যদিকে, গতকালের ব্যক্তিগত 86 রানেই আজ প্যাভিলিয়নে ফিরলেন রবীন্দ্র জাদেজা ৷ রবিচন্দ্রন অশ্বিন করেছেন 113 রান ৷
অন্যদিকে, প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে গিয়েছে বাংলাদেশ ৷ মধ্যাহ্নভোজের বিরতিতে বাংলাদেশ 9 ওভারে 3 উইকেট হারিয়ে 26 রান তুলেছে ৷ প্রথম ওভারে জসপ্রীত বুমরার শিকার হন ওপেনার শাদমান ইসলাম (2 রান) ৷ এরপর আকাশদীপ পরপর দু’উইকেট নিয়ে আরও চাপে ফেলে দেন বাংলাদেশের ব্যাটিংকে ৷ তবে, ভারতের খাতায় একটি উইকেট বেশি হতে পারত ৷ মহম্মদ সিরাজের দ্বিতীয় ওভারেই বাংলাদেশ অধিনায়ক নাজমুল হাসান শান্তর বিরুদ্ধে লেগ বিফরের আবেদন নাকচ করে দেন আম্পায়ার ৷ সিরাজ আত্মবিশ্বাসী থাকলেও, উইকেট-কিপার ঋষভ পন্তের কথা শুনে অধিনায়ক রোহিত শর্মা ডিআরএস নেননি ৷ রিপ্লেতে দেখা যায় আউট ছিলেন বাংলাদেশের অধিনায়ক ৷
What a sight for a fast bowler!
— BCCI (@BCCI) September 20, 2024
Akash Deep rattles stumps twice, giving #TeamIndia a great start into the second innings.
Watch the two wickets here 👇👇#INDvBAN @IDFCFIRSTBank pic.twitter.com/TR8VznWlKU
গতকালের 6 উইকেটে 339 রানে স্কোর থেকে দ্বিতীয় দিনের শুরুটা একেবারেই ভালো করতে পারেনি ভারত ৷ রবীন্দ্র জাদেজা গতকালের ব্যক্তিগত 86 রানে আউট হয়ে যান ৷ এরপর আকাশদীপ আগ্রাসী 17 রানের ইনিংস খেলেন ৷ অশ্বিন এদিন 113 রানে আউট হন ৷ লোয়ার-অর্ডারে জসপ্রীত বুমরা 7 রান করেন ৷ সব মিলিয়ে দ্বিতীয় দিনের প্রথম সেশনেই ভারতের প্রথম ইনিংস 376 রানে শেষ হল ৷ বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ 5 উইকেট, তাসকিন আহমেদ 3 উইকেট, নাহিদ রানা এবং মেহেদি হাসান মিরাজ 1টি করে উইকেট নেন ৷