ETV Bharat / snippets

বর্ধমানের রসিকপুরে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 31, 2024, 4:57 PM IST

Dengue on rise
রসিকপুরে বাড়ছে ডেঙ্গি (Etv Bharat)

বর্ধমান, 31 জুলাই: বর্ধমান শহরের রসিকপুরে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন 12 জন ৷ এই খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসল বর্ধমান পুরসভা। বুধবার 3 নং ওয়ার্ডের রসিকপুর এলাকায় যান বর্ধমান পুরসভার আধিকারিকরা ৷ এলাকার মানুষকে সচেতন করা হয় ৷ কলকাতা থেকে আসে স্বাস্থ্য দফতরের টিম ৷ এছাড়া বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাসও এলাকা পরিদর্শনে যান ৷ এদিন আশাকর্মীরা বিভিন্ন বাড়ির সামনে বালতিতে জমিয়ে রাখা জল ফেলে দেন ৷ বিধায়ক বাড়ির বাসিন্দাদের বলেন, কোনওভাবেই কেউ যেন তিন-চারদিন ধরে জল জমিয়ে না রাখেন ৷ এর ফলে বাড়বে ডেঙ্গির মতো রোগ ৷

বর্ধমান, 31 জুলাই: বর্ধমান শহরের রসিকপুরে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন 12 জন ৷ এই খবর ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসল বর্ধমান পুরসভা। বুধবার 3 নং ওয়ার্ডের রসিকপুর এলাকায় যান বর্ধমান পুরসভার আধিকারিকরা ৷ এলাকার মানুষকে সচেতন করা হয় ৷ কলকাতা থেকে আসে স্বাস্থ্য দফতরের টিম ৷ এছাড়া বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাসও এলাকা পরিদর্শনে যান ৷ এদিন আশাকর্মীরা বিভিন্ন বাড়ির সামনে বালতিতে জমিয়ে রাখা জল ফেলে দেন ৷ বিধায়ক বাড়ির বাসিন্দাদের বলেন, কোনওভাবেই কেউ যেন তিন-চারদিন ধরে জল জমিয়ে না রাখেন ৷ এর ফলে বাড়বে ডেঙ্গির মতো রোগ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.