উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ। থ্যালাসেমিয়া চিকিৎসার জন্য আধুনিক 'কমপোনেন্ট সেপারেশন সিস্টেম' নেই বলেও অভিযোগ। হাসপাতালের অপরিছন্নতা এবং অস্বাস্থ্যকর পরিবেশের জন্য থ্যালাসেমিয়া রোগাক্রান্তরা এইচআইভি পজিটিভ হচ্ছে বলেও অভিযোগ। থ্যালাসেমিয়া চিকিৎসার জন্য ন্যূনতম যে পরিকাঠামো মেনে চলা উচিত, তা প্রতিনিয়ত লঙ্ঘন হচ্ছে এই হাসপাতালে ৷ এমন অভিযোগও উঠেছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের নির্দেশ, অবিলম্বে রক্ত বিভাজন ইউনিট-সহ মেডিক্যাল কলেজের সব সুবিধার বন্দোবস্ত করতে হবে ৷ প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, দুর্ভাগ্য এটা আদালতকে বলতে হচ্ছে, এটা রাজ্যের করার কথা ৷ স্বাস্থ্য সচিবকে আট সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতির ৷
উলুবেড়িয়ার মেডিক্যাল কলেজে অব্যবস্থার অভিযোগে রিপোর্ট তলব হাইকোর্টের
Published : Aug 1, 2024, 10:51 PM IST
উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ। থ্যালাসেমিয়া চিকিৎসার জন্য আধুনিক 'কমপোনেন্ট সেপারেশন সিস্টেম' নেই বলেও অভিযোগ। হাসপাতালের অপরিছন্নতা এবং অস্বাস্থ্যকর পরিবেশের জন্য থ্যালাসেমিয়া রোগাক্রান্তরা এইচআইভি পজিটিভ হচ্ছে বলেও অভিযোগ। থ্যালাসেমিয়া চিকিৎসার জন্য ন্যূনতম যে পরিকাঠামো মেনে চলা উচিত, তা প্রতিনিয়ত লঙ্ঘন হচ্ছে এই হাসপাতালে ৷ এমন অভিযোগও উঠেছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের নির্দেশ, অবিলম্বে রক্ত বিভাজন ইউনিট-সহ মেডিক্যাল কলেজের সব সুবিধার বন্দোবস্ত করতে হবে ৷ প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, দুর্ভাগ্য এটা আদালতকে বলতে হচ্ছে, এটা রাজ্যের করার কথা ৷ স্বাস্থ্য সচিবকে আট সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ প্রধান বিচারপতির ৷