ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মালদায় ৷ পুরাতন মালদা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের বাচামারি এলাকার হিন্দুস্তান গোডাউন থেকে উদ্ধার হয়েছে দেহটি ৷ জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম মিনাল কান্তি বসু (40) বাড়ি বনগাঁ এলাকায় । বিগত 6-7 বছর ধরেই ওই আইসক্রিম কলের মালিকের গাড়ি চালাতেন তিনি ৷ প্রোপাইটার জয়ন্ত পাল চৌধুরী বলেন, "রবিবার দোকানটি বন্ধ থাকায় ওর ছুটি ছিল ৷ মনে হয় অতিরিক্ত মদ্যপ করেছিল ৷ তখন কোনওভাবে ফ্রিজারে পড়ে গিয়ে মৃত্যু হতে পারে ৷" দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ৷ সেই রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে ৷
আইসক্রিমের ফ্রিজ থেকে উদ্ধার ব্যক্তির দেহ
Published : Jul 24, 2024, 2:58 PM IST
ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মালদায় ৷ পুরাতন মালদা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের বাচামারি এলাকার হিন্দুস্তান গোডাউন থেকে উদ্ধার হয়েছে দেহটি ৷ জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম মিনাল কান্তি বসু (40) বাড়ি বনগাঁ এলাকায় । বিগত 6-7 বছর ধরেই ওই আইসক্রিম কলের মালিকের গাড়ি চালাতেন তিনি ৷ প্রোপাইটার জয়ন্ত পাল চৌধুরী বলেন, "রবিবার দোকানটি বন্ধ থাকায় ওর ছুটি ছিল ৷ মনে হয় অতিরিক্ত মদ্যপ করেছিল ৷ তখন কোনওভাবে ফ্রিজারে পড়ে গিয়ে মৃত্যু হতে পারে ৷" দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ ৷ সেই রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে ৷