ETV Bharat / snippets

বেলঘরিয়ার গুলি-কাণ্ডে বিহার থেকে গ্রেফতার 2

Etv Bharat
বেলঘরিয়া গুলি কাণ্ডে (Etv Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 29, 2024, 7:51 PM IST

ব‍্যারাকপুর, 29 জুন: বেলঘরিয়া এলাকায় গুলি-কাণ্ডে বিহার যোগ আরও স্পষ্ট হল ! হুমকি ফোনের ঘটনায় এবার পুলিশের জালে বিহারের দুই দুষ্কৃতী । ধৃতদের নাম সলিল পাসোয়ান এবং অঙ্কিত সিং। সমস্তিপুর থেকে এই দু'জনকে গ্রেফতার করা হয়। তদন্তে পুলিশ জানতে পারে, গুলি চলার পর ব‍্যবসায়ী অজয় মণ্ডলের কাছে যতবার হুমকি ফোন গিয়েছিল ততবারই সুবোধ সিংয়ের নাম করে হুমকি-ফোন এসেছিল এই দুই দুষ্কৃতীর কাছ থেকে। এরপরই ফোনের সূত্র ধরে পুলিশ জানতে পারে বিহারের সমস্তিপুরে গা ঢাকা দিয়ে রয়েছেন সলিল ও অঙ্কিত নামে ওই দুই কুখ্যাত দুষ্কৃতী। এরপর তাদের গ্রেফতার করতে যায় বিশেষ দল । সেখান থেকেই এই দু'জনকে গ্রেফতার করা হয়।

ব‍্যারাকপুর, 29 জুন: বেলঘরিয়া এলাকায় গুলি-কাণ্ডে বিহার যোগ আরও স্পষ্ট হল ! হুমকি ফোনের ঘটনায় এবার পুলিশের জালে বিহারের দুই দুষ্কৃতী । ধৃতদের নাম সলিল পাসোয়ান এবং অঙ্কিত সিং। সমস্তিপুর থেকে এই দু'জনকে গ্রেফতার করা হয়। তদন্তে পুলিশ জানতে পারে, গুলি চলার পর ব‍্যবসায়ী অজয় মণ্ডলের কাছে যতবার হুমকি ফোন গিয়েছিল ততবারই সুবোধ সিংয়ের নাম করে হুমকি-ফোন এসেছিল এই দুই দুষ্কৃতীর কাছ থেকে। এরপরই ফোনের সূত্র ধরে পুলিশ জানতে পারে বিহারের সমস্তিপুরে গা ঢাকা দিয়ে রয়েছেন সলিল ও অঙ্কিত নামে ওই দুই কুখ্যাত দুষ্কৃতী। এরপর তাদের গ্রেফতার করতে যায় বিশেষ দল । সেখান থেকেই এই দু'জনকে গ্রেফতার করা হয়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.