ETV Bharat / snippets

বাংলা ভাগের প্রতিবাদ জাতীয় বাংলা পরিষদের, পোড়ানো হল সুকান্ত-নিশিকান্তের কুশপুতুল

Kolkata News
বঙ্গভঙ্গের বিরুদ্ধে রাস্তায় জাতীয় বাংলা পরিষদ (ETV Bharat)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 4, 2024, 10:43 PM IST

বিজেপি নেতা সুকান্ত মজুমদার এবং নিশিকান্ত দুবের মন্তব্যের প্রতিবাদে উত্তর কলকাতায় রবিবার মিছিল করল জাতীয় বাংলা পরিষদ । মিছিলের স্লোগান ছিল, "বাংলাকে ভাগ হতে দেওয়া যাবে না। বাংলা এক ও অবিচ্ছিন্ন ছিল তাই থাকবে । বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে লড়াই জারি থাকবে জাতীয় বাংলা পরিষদের ৷" মিছিল মুরলিধর সেনে বিজেপি কার্যালয়ের সামনে পৌঁছতেই সুকান্ত এবং নিশিকান্তের কুশপুতুল পোড়ানো হয় ৷ মিছিলের নেতৃত্বে থাকা চিকিৎসক অরিন্দম বিশ্বাস জানান, নিশিকান্ত দুবে আসলে ডিগ্রিধারী দুবে। বাংলার বাইরের মানুষ তাই বাংলা নিয়ে কোনও কথা বলতে পারেন না । সুকান্ত মজুমদার দিল্লিতে যা বলেছেন তা যেন বাংলায় না বলেন ৷

বিজেপি নেতা সুকান্ত মজুমদার এবং নিশিকান্ত দুবের মন্তব্যের প্রতিবাদে উত্তর কলকাতায় রবিবার মিছিল করল জাতীয় বাংলা পরিষদ । মিছিলের স্লোগান ছিল, "বাংলাকে ভাগ হতে দেওয়া যাবে না। বাংলা এক ও অবিচ্ছিন্ন ছিল তাই থাকবে । বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে লড়াই জারি থাকবে জাতীয় বাংলা পরিষদের ৷" মিছিল মুরলিধর সেনে বিজেপি কার্যালয়ের সামনে পৌঁছতেই সুকান্ত এবং নিশিকান্তের কুশপুতুল পোড়ানো হয় ৷ মিছিলের নেতৃত্বে থাকা চিকিৎসক অরিন্দম বিশ্বাস জানান, নিশিকান্ত দুবে আসলে ডিগ্রিধারী দুবে। বাংলার বাইরের মানুষ তাই বাংলা নিয়ে কোনও কথা বলতে পারেন না । সুকান্ত মজুমদার দিল্লিতে যা বলেছেন তা যেন বাংলায় না বলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.