দু'টি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল রায়গঞ্জের 2 নম্বর ব্লকের INTTUC সভাপতি এবং আরও দু'জনের ৷ আহত একাধিক ৷ মঙ্গলবার রাতে রায়গঞ্জের রামপুর থেকে বারদুয়ারির দিকে একটি বাইকে তিনজন যাচ্ছিলেন ৷ সাহাপুর এলাকায় রায়গঞ্জ-বিন্দোল সড়কে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ধাক্কা মারে তাঁদের বাইক ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় INTTUC সভাপতি হিমালয় বর্মন (42) ও ধনঞ্জয় দাসের ৷ অন্যদিকে, রায়গঞ্জের 34 নম্বর জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষ হয় দু'টি বাইকের ৷ তাতে রায়গঞ্জের সরকারি হাসপাতালে মৃত্যু হয় তপন নারায়ণ সরকারের (48), যিনি পেশায় একজন স্কুল শিক্ষক ৷
দু'টি পৃথক পথ দুর্ঘটনায় মৃত তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি-সহ 3
Published : Jul 31, 2024, 10:01 PM IST
দু'টি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল রায়গঞ্জের 2 নম্বর ব্লকের INTTUC সভাপতি এবং আরও দু'জনের ৷ আহত একাধিক ৷ মঙ্গলবার রাতে রায়গঞ্জের রামপুর থেকে বারদুয়ারির দিকে একটি বাইকে তিনজন যাচ্ছিলেন ৷ সাহাপুর এলাকায় রায়গঞ্জ-বিন্দোল সড়কে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ধাক্কা মারে তাঁদের বাইক ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় INTTUC সভাপতি হিমালয় বর্মন (42) ও ধনঞ্জয় দাসের ৷ অন্যদিকে, রায়গঞ্জের 34 নম্বর জাতীয় সড়কে মুখোমুখি সংঘর্ষ হয় দু'টি বাইকের ৷ তাতে রায়গঞ্জের সরকারি হাসপাতালে মৃত্যু হয় তপন নারায়ণ সরকারের (48), যিনি পেশায় একজন স্কুল শিক্ষক ৷