ETV Bharat / snippets

মন্দারমণিতে সমুদ্রে স্নান করতে গিয়ে দুর্গাপুরের দুই যুবক মৃত, নিঁখোজ আরও এক

Mandarmani Accident
মন্দারমণিতে সমুদ্রে তলিয়ে গেলেন 3 জন (প্রতীকী চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 17, 2024, 8:38 AM IST

মন্দারমণি বেড়াতে গিয়ে জলে ডুবে মৃত্যু দুর্গাপুরের দুই যুবক ৷ এখনও নিখোঁজ আরও এক যুবক । রবিবার রাতে দুর্গাপুর থেকে 6 বন্ধু মন্দারমণির উদ্দেশ্যে রওনা দেন ৷ মঙ্গলবার সকালে সমুদ্রে স্নান করতে নামেন । স্নান করতে নেমেই সমুদ্রে তলিয়ে যান 3 বন্ধু । সঙ্গে সঙ্গেই তাঁদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন নুলিয়া ও পুলিশ । ততক্ষণে দু'জনের মৃত্যু হয় ৷ মৃতদের নাম সমর চক্রবর্তী (35) দুর্গাপুরের ইস্পাত নগরীর এসএন বোস এলাকার বাসিন্দা তিনি ৷ অপরজন কৌশিক মণ্ডল (32) ভিরিঙ্গি ধর্মরাজতলা এলাকার বাসিন্দা । ঋত্বিক বড়াই এখনও নিখোঁজ রয়েছে । নিখোঁজ যুবকের তল্লাশিতে স্পিডবোর্ড নামানো হয়েছে বলে মন্দারমণি থানা সূত্রে খবর ।

মন্দারমণি বেড়াতে গিয়ে জলে ডুবে মৃত্যু দুর্গাপুরের দুই যুবক ৷ এখনও নিখোঁজ আরও এক যুবক । রবিবার রাতে দুর্গাপুর থেকে 6 বন্ধু মন্দারমণির উদ্দেশ্যে রওনা দেন ৷ মঙ্গলবার সকালে সমুদ্রে স্নান করতে নামেন । স্নান করতে নেমেই সমুদ্রে তলিয়ে যান 3 বন্ধু । সঙ্গে সঙ্গেই তাঁদের উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন নুলিয়া ও পুলিশ । ততক্ষণে দু'জনের মৃত্যু হয় ৷ মৃতদের নাম সমর চক্রবর্তী (35) দুর্গাপুরের ইস্পাত নগরীর এসএন বোস এলাকার বাসিন্দা তিনি ৷ অপরজন কৌশিক মণ্ডল (32) ভিরিঙ্গি ধর্মরাজতলা এলাকার বাসিন্দা । ঋত্বিক বড়াই এখনও নিখোঁজ রয়েছে । নিখোঁজ যুবকের তল্লাশিতে স্পিডবোর্ড নামানো হয়েছে বলে মন্দারমণি থানা সূত্রে খবর ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.