উত্তরবঙ্গে এখনও বৃষ্টি চলছে ৷ বৃহস্পতিবার সকাল থেকেই ডুয়ার্সের বিভিন্ন এলাকায় অবিরাম বৃষ্টি হচ্ছে । এর ফলে জেলার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে । প্রবল বৃষ্টিতে আলিপুরদুয়ারে কালচিনি মালি লাইন এলাকায় 10টি পাকা বাড়ি ধসে পড়ার পরিস্থিতি তৈরি হয়েছে ৷ কালচিনি এলাকার 100-150 বাসিন্দা ঘরছাড়া ৷ অনেকেই ইতিমধ্যে তাঁদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছেন । ভুটানে বৃষ্টির ফলে শিশামারা, রায়ঢাক, গদাধর, কালজানি, বাঙরি নদী-সহ একাধিক নদীর জল বেড়ে গিয়েছে । সিসামারা ও গদাধর নদীর জলের তোড়ে বাঁধ ভেঙে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সংলগ্ন এলাকায় । নদী ভাঙনের কবলে জলদাপাড়ার বনাঞ্চল ।
প্রবল বৃষ্টি কালচিনিতে, ধসে যাওয়ার মুখে 10 বাড়ি
Published : Jul 11, 2024, 7:44 PM IST
উত্তরবঙ্গে এখনও বৃষ্টি চলছে ৷ বৃহস্পতিবার সকাল থেকেই ডুয়ার্সের বিভিন্ন এলাকায় অবিরাম বৃষ্টি হচ্ছে । এর ফলে জেলার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে । প্রবল বৃষ্টিতে আলিপুরদুয়ারে কালচিনি মালি লাইন এলাকায় 10টি পাকা বাড়ি ধসে পড়ার পরিস্থিতি তৈরি হয়েছে ৷ কালচিনি এলাকার 100-150 বাসিন্দা ঘরছাড়া ৷ অনেকেই ইতিমধ্যে তাঁদের বাড়িঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছেন । ভুটানে বৃষ্টির ফলে শিশামারা, রায়ঢাক, গদাধর, কালজানি, বাঙরি নদী-সহ একাধিক নদীর জল বেড়ে গিয়েছে । সিসামারা ও গদাধর নদীর জলের তোড়ে বাঁধ ভেঙে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সংলগ্ন এলাকায় । নদী ভাঙনের কবলে জলদাপাড়ার বনাঞ্চল ।