জামাইষষ্ঠীর দিন মাংস কিনতে গিয়ে দুর্ঘটনা, যুবককে পিষে দিল লরি - Road Accident
🎬 Watch Now: Feature Video
জামাইষষ্ঠীর দিন মাংস কিনতে বেরিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের । ঘটনাটি ঘটেছে হুগলির গোঘাটের বেঙাই এলাকায় । আর এই দুর্ঘটনার প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা ৷ পুলিশকে ঘিরেও চলে বিক্ষোভ । মৃতের নাম প্রতীক ঘোষ (36) । বাড়ি গোঘাটের সেনাই গ্রামে ।
জানা গিয়েছে, জামাইষষ্ঠী উপলক্ষে বাড়িতে দিদি জামাইবাবু আসবে ৷ সেই জন্য বুধবার সকালে বাইক নিয়ে মাংস কিনতে বেরিয়েছিলেন প্রতীক । বেঙাই এলাকায় মাংসের দোকানে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ উলটো দিক থেকে আসা কোতুলপুরগামী একটি লরি তাঁকে পিষে দিয়ে চলে যায় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রতীকের । রক্তাক্ত দেহ বেশ কিছুক্ষণ ধরে রাস্তাতেই পড়ে থাকে বলেও অভিযোগ ৷ দেহটি দেখতে পেয়ে প্রতিবাদে নামে স্থানীয়রা । প্রথমে বিষ্ণুপুর-আরামবাগ রাজ্য সড়ক অবরোধ করে । পরে অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরেও দফায় দফায় বিক্ষোভ দেখান স্থানীয়রা । বিক্ষোভ ও অবরোধের জেরে প্রায় ঘণ্টা দেড়েক যান চলাচল বন্ধ হয়ে যায় ৷ পরে পুলিশের আশ্বাসে অবরোধ ওঠে । ময়নাতদন্তের জন্য দেহটি উদ্ধার করার পাশাপাশি ঘাতক লরিটিকে আটক করেছে পুলিশ । চালক পলাতক ।