অনুব্রতর গড়ে প্রথম ভোটপ্রচারে যোগী আদিত্যনাথ, দেখুন সরাসরি... - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/30-04-2024/640-480-21349668-thumbnail-16x9-ll.jpg)
![ETV Bharat Bangla Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/bangla-1716535612.jpeg)
Published : Apr 30, 2024, 2:23 PM IST
|Updated : Apr 30, 2024, 2:47 PM IST
Yogi Adityanath in Birbhum Live: আগামী 13 মে বীরভূম কেন্দ্রে চতুর্থ দফার নির্বাচন ৷ এইপ্রথম বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ অনুব্রত মণ্ডলের গড়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। লোকসভা নির্বাচনের প্রচারে বীরভূমের সিউড়িতে তাঁর সভা ৷ বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ছিলেন রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা আইপিএস দেবাশিস ধর। রাজ্য সরকারের কাছে থেকে নো-ডিউস ক্লিয়ারেন্স না-পাওয়ায় তাঁর মনোনয়ন পত্র বাতিল করে দেয় নির্বাচন কমিশন ৷ তাঁর বদলে দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী করে বিজেপি ৷ এই প্রক্রিয়ায় বেশ কিছুটা মনোবল ভেঙে গিয়েছে বিজেপি কর্মী-সমর্থকদের ৷ তাই গুরুত্বপূর্ণ এই কেন্দ্রে আজকের প্রচারে যোগী আদিত্যনাথ। গরুপাচার ও মানি লন্ডারিংয়ের মামলায় তিহারে বন্দি অনুব্রতর গড় দখল করতে বিজেপির হাইভোল্টেজ প্রচার শুরু বীরভূমে ৷ সিউড়ি থেকে যোগী আদিত্যনাথের জনসভার বক্তব্য দেখুন সরাসরি ইটিভি ভারতে ৷
Last Updated : Apr 30, 2024, 2:47 PM IST