বিপ্লব মিত্রের সমর্থনে জনসভা মুখ্যমন্ত্রীর, সরাসরি ইটিভি ভারতে - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

🎬 Watch Now: Feature Video

thumbnail

By ETV Bharat Bangla Team

Published : Apr 21, 2024, 2:23 PM IST

Updated : Apr 21, 2024, 2:42 PM IST

CM Mamata Banerjee Live:দলীয় প্রার্থীর হয়ে বালুরঘাটে সভা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে 2019 সালে লোকসভা নির্বাচনে 42 শতাংশ ভোটে হেরেছিলেন অর্পিতা ঘোষ ৷ এরপর '21-এর বিধানসভা নির্বাচনেও ভরাডুবি হয়েছিল তৃণমূল কংগ্রেসের ৷ '24-এর নির্বচনে দলের সেই হারিয়ে যাওয়া সম্মান ফেরাতে মরিয়া চেষ্টা করে যাচ্ছে রাজ্যের শাসক শিবির তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগে থেকেই দক্ষিণ দিনাজপুর জেলা সভা শুরু করেছেন তিনি ৷ পিছিয়ে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ৷ নির্বাচন ঘোষণার পর জেলায় আসা যাওয়ার হারও বেড়েছে তাঁদের ৷ লক্ষ্য একটাই, সুকান্ত 'বধ' ৷ সেই লক্ষ্যেই রবিবার বালুরঘাটে বিপ্লব মিত্রের সমর্থনে জনসভা করছেন তৃণমূল সুপ্রিমো ৷ বিধানসভায় 6টি আসনের মধ্যে মাত্র 3টি আসনেই জয় পেয়েছিল তৃণমূল ৷ লোকসভায় সেই চিত্রটাই বদলাতে চায়ছেন মমতা ৷ 
Last Updated : Apr 21, 2024, 2:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.