'নারী নির্যাতন' থেকে 'ভ্যাটিকান সিটি', দেখে নিন পূর্ব বর্ধমানের থিমের পুজোগুলি
🎬 Watch Now: Feature Video
Published : Oct 12, 2024, 11:30 AM IST
Durga Puja Theme: সাম্প্রতিক সময়ে একের পর এক 'নারী নির্যাতনে'র ঘটনায় উত্তাল রাজ্য ৷ আরজি করে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটেছে ৷ এই ঘটনায় বিচারের দাবিতে আন্দোলন চলছে ৷ এরই মধ্যে ঘটে গিয়েছে দক্ষিণ 24 পরগনার জয়নগর থেকে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ধর্ষণ ও খুনের মতো ঘটনা ৷ রাজ্যের এই পরিস্থিতি এবার দুর্গাপুজোর মণ্ডপেও ফুটে উঠল ৷ পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী 1 ব্লকের মধ্য শ্রীরামপুর সুকান্ত পল্লী মহিলা দুর্গোৎসব কমিটি এ বছরের থিম 'নারী নির্যাতন' ৷ নারীদের উপর হওয়া নানা অত্যাচারের ছবি তুলে ধরা হয়েছে এই পুজো মণ্ডপে ৷ পাশাপাশি 'নারী নির্যাতন' বন্ধের বার্তাও দিয়েছেন উদোক্তারা ৷
অন্যদিকে কাটোয়ার এবার দেখা মিলছে রোমের ভ্যাটিকান সিটির ৷ ধর্ম যার যার উৎসব সবার ৷ এই বার্তা দিয়ে কাটোয়ার নগর সবুজ সংঘের থিম 'ভ্যাটিকান সিটি' । দেবী দুর্গার মূর্তিতেও সেই বিদেশি ছোঁয়া রয়েছে ৷ শহর কলকাতার পুজোগুলোকে এখনও জোর টক্কর দিচ্ছে জেলার পুজোগুলো ৷ পূর্ব বর্ধমানে একাধিক নজরকাড়া মণ্ডপ হয়েছে ৷ যেখানে রাত যত বাড়ছে, তত উপচে পড়ছে ভিড় ৷